1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন ‘ষড়যন্ত্র' কখনো সফল হবে না: রুহানি

১১ ফেব্রুয়ারি ২০১৯

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তাঁর দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘ষড়যন্ত্রের' কড়া সমালোচনা করে তা কখনো সফল হবে না বলে জানিয়েছেন৷ ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তিতে দেয়া এক ভাষণে এই মন্তব্য করেন তিনি৷

https://p.dw.com/p/3D7C7
Bildkombo - Trump und Rohani

 তেহরানের আজাদী চত্বরে দেয়া ভাষণে রুহানি সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাড়ানোরও অঙ্গীকার করেন৷ তিনি বলেন, ‘‘বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বানাতে এবং সামরিক শক্তি বাড়াতে আমরা কারো অনুমতি চাইনি এবং ভবিষ্যতেও চাইবো না৷''

এইসময় ইরানের পতাকা এবং ৪০ বছর আগে বিপ্লবের সময় পরিচিত হয়ে ওঠা বিভিন্ন শ্লোগান লিখিত ব্যানার নিয়ে উপস্থিত হয়েছিলেন হাজারো মানুষ৷ এসব শ্লোগানের মধ্যে ছিল ‘ইসরায়েল নিপাত যাক, যুক্তরাষ্ট্র নিপাত যাক'৷

আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘‘অ্যামেরিকার হতাশা বাড়িয়ে বিপ্লবের ৪০ বছর পূর্তি হয়েছে৷''

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানের সেনাবাহিনী নিরপেক্ষ থাকার ঘোষণা দেয়৷ ফলে দেশটিতে ক্ষমতায় থাকা যুক্তরাষ্ট্র-সমর্থিত রাজবংশের পতন ত্বরান্বিত হয়েছিল৷ ঐ সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিল ইরান৷

এর আগে ইসলামি বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে বিমানবাহিনীর এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই ‘অ্যামেরিকা নিপাত যাক' শ্লোগানের ব্যাখ্যা দেন৷ তিনি বলেন, এই শ্লোগান অ্যামেরিকার ‘অশুভ' শাসকদের বিরুদ্ধে, জনগণ নয়৷ ‘‘যুক্তরাষ্ট্র অশুভ আত্মা দ্বারা পরিচালিত৷ আর ওরা প্রশ্ন করে, আমরা কেন বলি ‘অ্যামেরিকা নিপাত যাক'৷  যতদিন তারা তাদের ধূর্ত কাজকর্ম চালিয়ে যাবে, ততদিন আমরা এই শ্লোগান বাতিল করবো না,'' বলেন খামেনেই৷

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতবছর ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন৷ এবং দেশটির উপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করেন৷ ইরানকে পরমাণু কর্মসূচি থেকে দূরে রাখতে ২০১৫ সালে দেশটির সঙ্গে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের চুক্তি হয়েছিল৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য