1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে নারী শিক্ষা

৯ সেপ্টেম্বর ২০১২

নারীরা শিক্ষাদীক্ষায় এগিয়ে যাচ্ছে, তাই তাদের আটকাও৷ অনেকটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে ইরানে৷ সেখানকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে আর ছাত্রীরা ভর্তি হতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

https://p.dw.com/p/165ZL
Aufnahmeprüfung an der Uni. Thema: Impressionen von dem Leben der iranischen Frauen. Zugeliefert am 6.3. 2011 durch Elahe Helbig. Copyright: Mehr
ছবি: Mehr

ফলে ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ৭৫টি কোর্সে নারী শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে না৷ এই কোর্সগুলোর মধ্যে রয়েছে হিসাববিদ্যা, প্রকৌশল ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়৷

এমন সিদ্ধান্তের কারণ - বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে৷ বর্তমানে মোট শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই ছাত্রী বলে জানা গেছে৷

এই ধরণের সিদ্ধান্ত কে নিলো সেটা অবশ্য পরিষ্কার নয়৷ কেননা গত বছর যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা শ্রেণিকক্ষের ব্যবস্থা নিয়ে বিতর্ক চলছিল তখন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এর বিরোধিতা করেছিলেন৷ তিনি এই পদক্ষেপকে ‘অবৈজ্ঞানিক' বলে মন্তব্য করেছিলেন৷

ইরানের সংসদও নারী শিক্ষার্থীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত দেয়নি৷ কেননা তারা কদিন আগেই উপ-বিজ্ঞানমন্ত্রীর কাছে এই সিদ্ধান্তের ব্যাখ্যা জানতে চেয়েছিল৷

তাহলে এমন অদ্ভুত সিদ্ধান্ত কে নিলো? শিক্ষা মন্ত্রণালয় বলছে, এটা ঐ প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সিদ্ধান্ত৷

২২ বছরের ছাত্রী তারানা বলছে, তার কয়েক সহপাঠিনী এবার কিছু কিছু বিভাগে ভর্তি পরীক্ষা দিতে পারেনি৷

এদিক, ইরানের নারীরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন৷ তবে বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, তাঁরা মেয়েদের সমালোচনার বিষয়টি বুঝতে পারেন৷ তবে তাঁরা দুজনই এই সিদ্ধান্তের পক্ষে তাঁদের বক্তব্য রেখেছেন৷

যেমন একজন অধ্যাপক বলছেন, ছাত্রীরা ছাত্রদের চেয়ে ভর্তি পরীক্ষায় ভাল করে৷ তবে সমস্যা হয় তখন, যখন একজন ছাত্রী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয়ার পর বিয়ে হয়ে যাওয়ার কারণে কর্মক্ষেত্রে প্রবেশ করে না৷ কেননা এ কারণে ঐ ছাত্রীর শিক্ষার পেছনে সরকার যে টাকাটা খরচ করে সেটা অপচয় হয়৷

আরেক অধ্যাপক বলছেন, ইরানের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এমন কিছু বিষয় থাকে যেগুলো উন্নত দেশের হিসেবে বিচার করা যায় না৷ কেননা এমন অনেক চাকরি আছে যেগুলো ইরানের অনেক মেয়েই করতে চাইবে না৷ ফলে এসব বাস্তব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেয়াটা খুব একটা ভুল নয়৷

জেডএইচ / এসি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য