1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলিয়াস আলী

৯ মে ২০১২

বাংলাদেশের বিরোধী দল বিএনপি'র নিখোঁজ নেতা ইলিয়াস আলীর উদ্ধার তৎপরতা নিয়ে হতাশ হয়ে পড়েছেন তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা৷ তিনি অভিযোগ করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আর কেন খোঁজ খবর রাখছেন না৷

https://p.dw.com/p/14sQ1
ছবি: Reuters

বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হন ১৭ই এপ্রিল৷ আর তাঁর এই নিখোঁজের ঘটনা নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত৷ হরতাল, হরতাল পরবর্তী মামলা, অবরোধ, ঘেরাও সবই হয়েছে৷ উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক সম্প্রদায়৷ প্রধানমন্ত্রীর সঙ্গে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা দেখা করেন ২রা মে৷ তিনি ইলিয়াস আলীকে উদ্ধারের সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন৷ কিন্তু তারপরও আশার কোন আলো দেখতে পাচ্ছেন না ইলিয়াস আলীর স্ত্রী৷

১৭ই এপ্রিল রাতে ইলিয়াস আলীকে গুলশান এলাকা থেকে নিয়ে যাওয়ার ঘটনা দেখেছেন এরকম একাধিক প্রত্যক্ষ্যদর্শীর বর্ণনা প্রকাশ করেছে সংবাদ মাধ্যম৷ বিএনপিও জানিয়েছে তাঁকে নিয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী আছে৷ তারপরও কারা কী কারণে ইলিয়াস আলীকে নিয়ে গেল তা এখনো জানা যায়নি৷ তবে ইলিয়াস আলীর স্ত্রীর দাবি তাকে রাজনৈতিক কারণেই নিখোঁজ করা হয়েছে৷

এদিকে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির ডয়চে ভেলেকে জানান, এই ধরনের ঘটনায় সরকারের উচিত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে একটি কমিশন বা কমিটি গঠন করা যেখানে যারা ঘটনার শিকার তাদের প্রতিনিধিসহ সবপক্ষের প্রতিনিধি থাকবে৷ তাহলে জানা যাবে তদন্ত কী হচ্ছে৷ তিনি বলেন, রাজনীতির চেয়ে মানবাধিকার অনেক বেশি গুরুত্বপূর্ণ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য