ইলেকট্রনিক বর্জ্য সংগ্রহ করে অর্থ আয়
৭ নভেম্বর ২০১৪নাইরোবির লাইসেন্সপ্রাপ্ত একটি কারখানায় বিদেশ থেকে আসা স্ক্র্যাপ বা ইলেকট্রনিক বর্জ্য টুকরো টুকরো করা হয়৷ প্রতি মাসে কারখানার কর্মীরা প্রায় ৬০ টন স্ক্র্যাপ ভাঙার কাজ করে৷
বিপজ্জনক এই কাজের জন্য সরকার যে খরচ নির্ধারণ করে, মাইক্রোসফট, নোকিয়া ও এইচপি-র মতো যে সব কোম্পানি এ ধরনের ইলেকট্রনিক পণ্য তৈরি করে, তাদের তা মেটাতে হয়৷
এছাড়া ছোট ছোট দোকান এবং ওয়ার্কশপে গিয়েও কোম্পানির কর্মীরা ইলেকট্রনিক বর্জ্যের খোঁজ করেন৷ যে যত স্ক্র্যাপ সংগ্রহ করতে পারবে সে তত অর্থ পাবে৷ জয়েস নেয়াউইরা নামের এক কর্মী এ ভাবে মাসে ৪৫ ইউরো আয় করেন, যেটা তাঁর অনেক প্রতিবেশীর আয়ের চেয়ে বেশি এবং দুই সন্তানকে খাওয়ানোর জন্য যথেষ্ট৷
তবে অর্থ আয়ের চেয়েও তাঁর কাজ তাঁর কাছে বেশি মূল্যবান৷ তিনি বলেন, ‘‘আমি বলতে পারি পরিবেশের জন্য আমরা ভালো কিছু করছি৷ কারণ এক বছর আগের চেয়ে পরিবেশটা এখন বেশি নির্মল৷ সুতরাং এটা ভালো৷''
অনেকের জন্য এটা একটা ভালো ব্যবসা৷ এর ফলে বিষাক্ত ইলেকট্রনিক বর্জ্যেরও একটা ব্যবস্থা হচ্ছে৷ নির্মাতারই এর খরচ দিচ্ছে৷
উগান্ডা, কেনিয়ার মতো আফ্রিকার অন্যান্য দেশ যেমন এই উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে৷