1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি শেষ: আব্বাস

২০ মে ২০২০

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি ও বোঝাপড়া শেষ করার ঘোষণা দিয়েছেন৷

https://p.dw.com/p/3cWVr
ছবি: picture-alliance/dpa/A. Badarneh

দখলকৃত পশ্চিম তীরে নির্মিত ইহুদিদের বসতি ও জর্ডান উপত্যকার উপর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পরিকল্পনার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেন আব্বাস৷

এসব চুক্তি ও বোঝাপড়ার শর্ত হিসেবে নিরাপত্তা সহযোগিতাসহ যেসব আইনগত বাধ্যবাধকতা ছিল সেগুলো এখন বিলুপ্ত হয়ে যাবে বলে জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট৷

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এসব তথ্য জানিয়েছে৷

মাহমুদ আব্বাস অতীতে বেশ কয়েকবারই নিরাপত্তা সহযোগিতা ছিন্ন করার হুমকি দিয়েছিলেন৷ তবে শেষ পর্যন্ত তা করেননি৷

তাঁর নতুন ঘোষণার বিস্তারিত এখনও তিনি জানাননি৷ ফলে বাস্তবে বিষয়টি কীরকম হবে তা বোঝা যাচ্ছে না৷

তবে আব্বাস বলেছেন, এখন থেকে ‘‘দখলদারি হিসেবে ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দখলকৃত ফিলিস্তিনি এলাকার সব দায়দায়িত্ব ও বাধ্যবাধকতার ভার বহন করতে হবে৷’’

এছাড়া ‘ইসরায়েলি দখলদারি সরকারের প্রাইমারি অংশীদার’ হিসেবে যুক্তরাষ্ট্র ‘ফিলিস্তিনি জনগণের উপর চলা সবধরনের নিপীড়নের জন্য দায়ী থাকবে’ বলেও মন্তব্য করেন আব্বাস৷

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি মধ্যপ্রাচ্য পরিকল্পনা পেশ করেছিলেন৷ এর আওতায় তিনি বলেন, জেরুসালেম শহর ইসরায়েলের অবিভক্ত রাজধানী থাকবে৷ এছাড়া পশ্চিম তীরের ইহুদি বসতির উপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার প্রস্তাবও করেন তিনি৷

এ ব্যাপারে আগামী জুলাইয়ে আলোচনা শুরুর কথা রয়েছে৷

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলছেন, দখলকৃত পশ্চিম তীরের কোনো অংশে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চেষ্টা দ্বি-রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা শেষ করে দিবে৷

২০১৭ সালে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্পের ঘোষণা দেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রকে বয়কট করে আসছে ফিলিস্তিন৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ)

২৯ জানুয়ারির ছবিঘরটি দেখুন...