1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলাম কি সহিংসতা সমর্থন করে?

১৭ নভেম্বর ২০১৫

প্যারিসে হামলার ঘটনার পর অনেকে আবার এই প্রশ্ন তুলছেন৷ ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করায় এবং হামলার সঙ্গে জড়িতরা ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় এই প্রশ্ন উঠছে৷

https://p.dw.com/p/1H72F
Symbolbild - Islamist
ছবি: Colourbox/krbfss

এর পক্ষে-বিপক্ষে অনেকে অনেক যুক্তি দিয়েছেন৷ টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমের পাতায় এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে, এখনও হচ্ছে৷ এক বছরেরও কিছু বেশি সময় আগে মার্কিন চ্যানেল সিএনএন-এ দুই সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন ইরানি-মার্কিন অধ্যাপক রেজা আসলান৷ তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের অধ্যাপক৷ সেখানে তিনি ইসলামের সঙ্গে সহিংসতার সম্পর্ক আছে কিনা, নারীদের যৌনাঙ্গচ্ছেদ, সমকামীদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন৷

রেজা আসলানের এই সাক্ষাৎকারের ভিডিও গত বছরের ১লা অক্টোবর ফেসবুকে শেয়ার করেন ইশাম বায়ান ৷ সেই থেকে এখন পর্যন্ত ভিডিওটি সাড়ে পাঁচ কোটিবারেরও বেশিবার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে আট লক্ষ ৮৫ হাজারের বেশিবার৷ ভিডিওটি ইউটিউবেও প্রকাশ করেছেন এক ব্যবহারকারী৷

জেডএইচ/ডিজি

ভিডিও-টি দেখলেন? কেমন লাগলো, জানিয়ে দিন নীচের মতামতের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য