ইসলাম বিরোধী ছবি
১২ সেপ্টেম্বর ২০১২বার্তা সংস্থা এপি জানায়, অজানা অবস্থান থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে স্যাম বাচিলে নিজেকে পরিচয় দেন একজন ইসরায়েলি ইহুদি বলে৷ তিনি মনে করেন তাঁর প্রকাশিত ভিডিও ইসলাম ধর্মের খুঁতগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য ইসরায়েলের পক্ষে সহায়ক হবে৷ ৫৬ বছর বয়েসি এই মার্কিন নাগরিক সাক্ষাৎকারটিতে বলেন, তিনি এখনও মনে করেন ইসলাম ধর্ম ক্যান্সারের মত এবং তাঁর ছবি একটি রাজনৈতিক বক্তব্য মাত্র৷
স্যাম বাচিলের এই ভিডিওটির নাম ‘ইনোসেন্স অব মুসলিম', যেখানে ইসলাম ধর্মকে বলা হয়েছে ক্যান্সার হিসেবে৷ যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ছবিটিতে দেখানো হয়েছে মহানবী মোহাম্মদ একের পর এক নারীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত৷ এমনকি শিশুদের সঙ্গেও যৌন সম্পর্ককে তিনি বৈধতা দিচ্ছেন৷ একটি গাধাকে প্রথম মুসলমান প্রাণী হিসেবে আখ্যায়িত করার মত অবমাননাকর বক্তব্যও দেখানো হয়েছে স্যাম বাচিলের ছবিটিতে৷
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উস্কানিমূলক এই ভিডিওটির পেছনে সমর্থন দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল বিতর্কিত যাজক টেরি জোন্স৷ উল্লেখ্য, এই টেরি জোন্স কোরান শরীফ পোড়ানোর জন্য গোটা বিশ্বে সমালোচিত হন৷
আরআই/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ)