1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট

১২ মে ২০২১

ঈদের আগে বাড়ি ফেরার জন্য গাজীপুরের মহাসড়কে দেখা দিয়েছে ব্যাপক যানজট৷ নিষেধাজ্ঞা অমান্য করে নেমেছে কিছু দূরপাল্লার বাসও৷ পুলিশ বলছে, তাদের ‘নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না'৷

https://p.dw.com/p/3tHI4
Bangladesch I Proteste in Dhaka
ছবি: Mamunur Rashid/NurPhoto/picture alliance

গাজীপুর সিটি পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) মো. মেহেদী হাসান বলেন, ‘‘মঙ্গলবার বিকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ বেড়ে গেছে৷

লোকাল গাড়ির সঙ্গে মাঝেমধ্যে দূরপাল্লার গাড়িও নেমে পড়েছে৷ তাদের নিয়ন্ত্রণ করতে গেলে সমস্যায় পড়তে হচ্ছে৷ এলাকায় আরও যানজট সৃষ্টি হচ্ছে৷ দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না৷'' তবু কিছু বাস রেকার দিয়ে টেনে নেওয়া হয়েছে বলে তিনি জানান৷

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে৷ চেষ্টা চলছে জনসঙ্গম এড়াতে কিন্তু তা সর্বাত্মক কার্যকর হচ্ছে না৷

বুধবার সকালে চান্দনা-চৌরাস্তা এলাকায় দেখা গেছে, পুরো এলাকা লোকে লোকারণ্য৷ ঘরমুখো মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছে৷ কোনো গাড়ি আসা মাত্রই ওঠার জন্য একরকম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা৷ মাইক্রোবাস, মিনিবাস, ট্রাক, পিক-আপ, কভার্ড ভ্যানসহ বিভিন্ন গাড়িতে করে গন্তব্যে ছুটছে সবাই, স্বাস্থ্যবিধিও মানছে না সবাই৷

কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার দুপুর পর্যন্ত গাড়ির চাপ কম থাকলেও বিকেল থেকে গাড়ি ও মানুষের চাপ বেড়ে গেছে৷ তিনি বলেন, ‘‘চন্দ্রা ত্রিমোড় এলাকায় হাজার হাজার ঘরমুখো মানুষ যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে৷ করোনাভাইরাস মহামারীর মধ্যেও মাস্ক পরায় আগ্রহ নেই সবার৷ তাদের সতর্ক করা হচ্ছে৷''

হঠাৎ করে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় যানজট দেখা দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, ‘‘ঢাকার দিক থেকে যাত্রী নিয়ে দূরপাল্লার বাস আসছে৷ থামাতে গেলেই যানজট বেড়ে যায়৷ তাই এখন আর দূরপাল্লার গাড়ি আটকাচ্ছি না৷ চন্দ্রা এলাকায় গাড়ি ও মানুষের প্রচুর চাপ রয়েছে৷ মাঝেমধ্যেই এখানে যানজট ও জনজট হচ্ছে৷ মঙ্গলবার অনেক কারখানা ছুটি হয়েছে৷ তাই চন্দ্রায় বুধবার ঘরমুখো মানুষের চাপ বেড়েছে৷ তাদের সঙ্গে গাড়িও বেড়ে গেছে৷ মহাসড়কে যাতে জটলা না বাধে সেজন্য আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি৷''

দূরপাল্লার গাড়ি চলাচল সম্পর্কে গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান উদ্দিন সরকার বলেন, ‘‘কেউ লুকোচুরি করে বিচ্ছিন্নভাবে কিছু দূরপাল্লার বাস চালালেও তা আমার নলেজে নেই৷ আমরা সরকারি সিদ্ধান্তে অটল আছি৷''

এপিবি/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য