মুক্তি পাওয়া কোরীয় শিক্ষার্থী মৃত
২০ জুন ২০১৭ওয়ার্মবিয়ারের পরিবার এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে৷ সাবেক মার্কিন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের অনানুষ্ঠানিক উত্তর কোরিয়া সফরের পর গত সপ্তাহে দেশটি ওয়ার্মবিয়ারকে মুক্তি দিয়েছিল৷ এরপর তাঁকে যুক্তরাষ্ট্রের ওহাইওতে চিকিৎসা দেয়া হচ্ছিল৷ কারণ মুক্তির সময় ওয়ার্মবিয়ার কোমায় ছিলেন৷ ‘মানবিক কারণে' ২২ বছরের এই মার্কিন শিক্ষার্থীকে ছাড়া হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া৷
কমিউনিস্ট এই দেশ থেকে প্রোপাগাণ্ডা পোস্টার পাচারের চেষ্টার অভিযোগে গত বছর ওয়ার্মবিয়ারকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিল৷ তাঁর বিরুদ্ধে রায় দেয়ার আগে একটি স্বীকারোক্তিমূলক ভিডিও প্রকাশ করে দেশটি৷ ভিডিওতে ওয়ার্মবিয়ার বলেন, তিনি ‘জীবনের সবচেয়ে বড় ভুল' করেছেন৷
ছেলের মৃত্যুর সংবাদ জানিয়ে দেয়া বিবৃতিতে ওয়ার্মবিয়ারের পরিবার বলেছে, ‘‘উত্তর কোরিয়ায় আমাদের ছেলের উপর যে ধরণের নির্যাতন করা হয়েছে, তার প্রেক্ষিতে অন্য কিছু হওয়া সম্ভব ছিল না৷''
ওহাইওতে ওয়ার্মবিয়ারকে চিকিৎসা দেয়া ডাক্তারও বলেন, উত্তর কোরিয়ায় বন্দি থাকা অবস্থায় তাঁর মস্তিষ্ক দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ার্মবিয়ারের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা' প্রকাশ করেছেন৷ এই সময় তিনি উত্তর কোরিয়া সরকারের ‘নিষ্ঠুরতা'র উল্লেখ করেন৷
মার্কিন আইনপ্রণেতারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন৷
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বেড়েছে৷ তবে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন৷
জেডএইচ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)