1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্বাস্তু সংকট নিরসনে ইইউ-তুরস্ক

১৬ অক্টোবর ২০১৫

উদ্বাস্তু সংকট নিরসনে তুরস্কের সঙ্গে কাজ করবে ইইউ৷ ব্রাসেলসে অনুষ্ঠিত এক সভায় সংকট মোকাবেলায় তুরস্ককে সহায়তা করার সিদ্ধান্তও নিয়েছে ইইউ৷ সামাজিক যোগাযোগের মাধ্যমেও তাই এখন ব্রাসেলসে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ বৈঠকের খবর৷

https://p.dw.com/p/1GpEt
EU Brüssel Energie Vertrag zwischen Polen und Litauen
ছবি: Reuters/F. Lenoir

সব খবরের শিরোনামেই এসেছে শরণার্থী সংকট নিরসনে ইইউ-তুরস্কের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে সম্মত হওয়ার কথা৷

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক জানিয়েছেন, ব্রাসেলসে গৃহীত সিদ্ধান্ত ইউরোপে অভিবাসী সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে তিনি ‘সতর্কভাবে আশাবাদী'৷

এ মুহূর্তে অন্তত ২০ লক্ষ শরণার্থী রয়েছে তুরস্কে৷ তাদের অনেকেই ইউরোপের আসার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন৷ অভিবাসনপ্রত্যাশীদের ঢল নামায় ইউরোপে ইতিমধ্যে সংকটের আভাস দেখা দিয়েছে৷ এ অবস্থায় তুর্কিদের জন্য ইউরোপে আসার ভিসা পাওয়া আরো সহজ করার পাশাপাশি সে দেশে অবস্থানরত শরণার্থীদের জন্য তিন বিলিয়ন ইউরো পর্যন্ত বরাদ্দ করতে পারে ইইউ, কূটনীতিকরা জানিয়েছেন৷ তবে ডোনাল্ড টুস্ক এ-ও বলেছেন, ‘‘শরণার্থীর স্রোত কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা গেলই কেবল তুরস্কের সঙ্গে চুক্তিকে অর্থবহ বলা যাবে৷''

এদিকে শরণার্থী সংকট মোকাবিলায় ইইউ-র এই পদক্ষেপের দিনেই বুলগেরিয়ার সীমান্তে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন তুরস্ক থেকে আসা এক অভিবাসন প্রত্যাশী৷ বিবিসির খবর অনুযায়ী, সেনাবাহিনীর গুলিতে অভিবাসনপ্রত্যাশীর নিহত হওয়ার এই সংবাদ শোনার পরই ব্রাসেলসের বৈঠকস্থল ত্যাগ করেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোয়কো বরিসভ৷

ইইউ-র বৈঠকে তুরস্ক থেকে ভিসা প্রাপ্তি সহজতর করার সিদ্ধান্তের দিনেই এক অভিবাসনপ্রত্যাশীর এভাবে নিহত হওয়ার ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে৷ কেউ কেউ মনে করছেন, এই ঘটনাই প্রমাণ করে ইইউ নিজেদের এলাকাকে অভিবাসনপ্রত্যাশীদের যে খুব নিরাপদ বলে দাবি করে সেই দাবি হাস্যকর

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান