ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না প্রধানমন্ত্রী
২১ নভেম্বর ২০১৮বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি৷
নির্বাচনী আচরণবিধির ব্যাখ্যা দিয়ে ইসি সচিব সাংবাদিকদের বলেন, যেসব প্রকল্প আগেই নেয়া হয়েছে, সেগুলো চালিয়ে নিতে আইনে কোনো বাধা নেই৷
‘‘ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভিজিডি প্রদান বা টিন (ঢেউ টিন) দেয়া, ভিজিএফ কার্ড দেয়া, মানুষকে সহযোগিতা করা– এগুলো যাতে না করা হয়,'' বলেন ইসি সচিব৷
নির্বাচনের আচরণবিধি অনুযায়ী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি৷
নতুন কোনো উন্নয়ন প্রকল্প নয়
হেলালুদ্দীন আহমদ বলেন, কোনো উন্নয়ন প্রকল্পে নতুন করে বরাদ্দ না দেয়ার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে৷
ইসি সচিব বলেন, ‘‘পুরনো প্রকল্পে অর্থ ছাড় করায় বাধা না থাকলেও নতুন কোনো প্রকল্প গ্রহণ, অনুমোদন ও অর্থ বরাদ্দ করা যাবে না৷ কেউ কোনো ভিত্তিপ্রস্তরও স্থাপন করতে পারবেন না৷''
আগে নেয়া কোনো প্রকল্পের ভিত্তিপ্রস্তর এখন স্থাপন করা যাবে কিনা জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, ‘‘কোনো প্রকার ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না৷ চাঁদা দেয়া, মসজিদ, মন্দিরে চাঁদা দেয়া– কিছুই করা যাবে না৷''
তখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে, প্রধানমন্ত্রী পারবেন কিনা৷ তখন সচিব জানান যে, প্রধানমন্ত্রীও পারবেন না৷
সরকারি সুবিধাভোগী জায়গায় থেকে সরকারি সুবিধাভোগী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, সংসদ উপনেতাসহ অন্যরা নির্বাচনকালীন সময়ে কোনো উন্নয়ন কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা অনুদান বা সহায়তা দিলে আচরণবিধির লঙ্ঘন হবে বলে জানান তিনি৷
আইন-শৃঙ্খলা বাহিনীকে ১২ দফা
ইসি সচিব হেলালুদ্দীন বলেন, বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করা হবে৷সেখান থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় এবং ভোটের আগে-পরে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে ১২ দফা নির্দেশনা দেয়া হবে৷নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা, সংখ্যালঘুদেরনিরাপত্তা নিশ্চিত করা, নারী ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া নির্বিঘ্ন করা এবং ভোট গ্রহণ কর্মকর্তা ও নির্বাচনি মালামালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেয়া হবে৷
সর্বোপরি নির্বাচন সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা বাহিনীর করণীয় কী সেসব বিষয়ে দিক-নির্দেশনা দেয়াসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি৷
জেডএ/এসিবি (বিডিনিউজ, প্রথম আলো)