1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার গড়ার শেষ প্রস্তুতি

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)৭ মার্চ ২০১৮

জার্মানিতে সরকার গড়ার পথে শেষ বাধা দূর হবে সোমবার৷ এদিন তিন শরিক দল কোয়ালিশন চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে৷ বুধবার নতুন মন্ত্রিসভা শপথ নিলে প্রায় ৬ মাস বিরতির পর জার্মানি আবার সরকার পেতে চলেছে৷

https://p.dw.com/p/2tou7
চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হতে চলেছেন আঙ্গেলা ম্যার্কেল
ছবি: Reuters/H. Hanschke

পুরানো সংসারের পাট তুলে নতুন সংসার বসানোর পালা৷ তবে পরিবার এক থাকলেও সব সদস্য নতুন সংসারে স্থান পাচ্ছেন না৷ বুধবার জার্মানির বিদায়ী মহাজোট সরকারের মন্ত্রিসভার সম্ভবত শেষ বৈঠকে এই পরিবর্তনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে জার্মান সেনাবাহিনীর অভিযানের মেয়াদ বাড়ানোর বিষয়ে এ দিন সিদ্ধান্ত নিতে হবে৷ ঠিক এক সপ্তাহ পর চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বে নতুন মহাজোট সরকারের কার্যকাল শুরু হওয়ার কথা৷ নির্বাচনের প্রায় ৬ মাস পর জার্মানি আবার এক সক্রিয় সরকার পেতে চলেছে৷

নতুন সরকার গঠনের আগে আরও একটি পদক্ষেপ বাকি রয়েছে৷ এসপিডি দলের সদস্যদের অনুমোদনের পর সোমবার কোয়ালিশন চুক্তিতে স্বাক্ষর করবে তিন শরিক দল৷ তারপর ১৪ই মার্চ ম্যার্কেলহ মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ নেবার পালা৷ এসপিডি দল তাদের মন্ত্রী তালিকা প্রকাশ করলে সেই মন্ত্রিসভার রূপরেখা স্পষ্ট হবে৷ পরিকল্পনা অনুযায়ী, আসন্ন সপ্তাহান্তের মধ্যেই ৬টি পদে নাম প্রকাশ করবে এসপিডি৷ বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও এসপিডি নেতা সিগমার গাব্রিয়েল শেষ পর্যন্ত নিজের পদে থেকে যেতে পারেন কিনা এবং তাঁকে বিদায় নিতে হলে কে সেই পদ পাবেন, তা নিয়ে জল্পনাকল্পনা চলছে৷

নতুন মন্ত্রিসভায় ম্যার্কেলের অনুগত ২ সদস্যও স্থান পাচ্ছেন না৷ সিডিইউ দলের মধ্যে চাপের মুখে ম্যার্কেলকে মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ অন্তর্ভুক্ত করতে হয়েছে৷ ফলে ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও টোমাস দেমেজিয়ের ও হ্যারমান গ্রোয়েকে বাদ দিতে হয়েছে৷ সিএসইউ দলের ক্লিস্টিয়ান স্মিটও নতুন মন্ত্রিসভায় থাকছেন না৷

নতুন সরকারের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, যার মধ্যে অনেকগুলি গত মহাজোট সরকারের আমলেই দানা বাঁধছিল৷ জার্মানির একাধিক শহরে মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কারণে ডিজেল গাড়ির উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে৷ গাড়ি শিল্পের ক্ষতি না করে কোম্পানিগুলির অসৎ আচরণের জন্য শাস্তির দাবি বাড়ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য