1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলভিসের মৃত্যুবার্ষিকী

১৫ আগস্ট ২০১২

মৃত্যুর বহু বছর পরেও ভক্তদের কাছে চিরঞ্জীব হয়ে আছেন এলভিস প্রেসলি৷ তাই তো তাঁর ৩৫তম মৃত্যুবার্ষিকী আসার আগেই বিশ্বের নানা দেশের এলভিস ভক্তদের মধ্যে পড়ে গেছে ব্যাপক সাড়া৷

https://p.dw.com/p/15pot
ছবি: dapd

ষাট আর সত্তরের দশকে ‘রক অ্যান্ড রোল' সংগীতের রাজা হিসেবেই সকলে তাঁকে চিনতো৷ তাই অনেকে তাঁকে শুধু ‘দ্য কিং' নামেই ডাকতো৷ আর ভক্তদের কাছে তো তিনি চিরদিনই এলভিস নামে স্মরণীয় হয়ে আছেন৷ ১৯৭৭ সালের ১৬ই আগস্ট মাত্র ৪২ বছর বয়সে এলভিসের বিদায় যেন ছিল গোটা সংগীত জগতের জন্য চরম একটি আঘাত৷ সংগীত জগতের এই মহাতারকা সকলের কাছে শিল্পী হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি ছিলেন এক ‘কালচারাল আইকন'৷ তাই তাঁর বিদায়ে তৈরি হয় এক বিশাল শুন্যতা৷

Elvis Presley
ষাট আর সত্তরের দশকে ‘রক অ্যান্ড রোল' সংগীতের রাজা হিসেবেই সকলে তাঁকে চিনতোছবি: picture-alliance/dpa

এলভিসের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে ‘এলভিস উইক'৷ যুক্তরাষ্ট্রের টেনেসির মেম্ফিসে এখন প্রতিদিন সমবেত হচ্ছেন হাজার হাজার ভক্ত৷ ১২০০ আসনের বিশাল তাঁবুকে কেন্দ্র করে চলছে ভক্তদের মেলা৷ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এলভিসের রক অ্যান্ড রোলের সেই দিনগুলোকে যেন ফিরিয়ে আনার চেষ্টা করছেন৷ তাদের এই উৎসবের অন্যতম আকর্ষণ এলভিসের স্ত্রী প্রিসিলা এবং মেয়ে লিসা মেরি প্রেসলি৷ উল্লেখ্য, এই লিসা মেরি প্রেসলিকে একসময় বিয়ে করেছিলেন প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷ বৃহস্পতিবার বিশাল কনসার্টের মধ্যমণি হবেন প্রিসিলা আর লিসা মেরি প্রেসলি৷

আরআই / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য