সোনালি বল আবারো রোনাল্ডোর
১৩ ডিসেম্বর ২০১৬মেসি পাঁচবারের ‘বালঁ দর' চ্যাম্পিয়ন হতে পারেন, কিন্তু আন্তর্জাতিক ফুটবলমহলে এমনটাই বলাবলি চলছিল যে, এবারের গোল্ডেন বলটি রোনাল্ডোরই প্রাপ্য৷ হবে না? দেশকে এ বছরই যে ইউরো চ্যাম্পিয়ন করেছেন তিনি৷ ফাইনালে না থেকেও ‘সাইডলাইন' থেকে দিয়েছেন দলের নেতৃত্ব৷
তার ওপর চ্যাম্পিয়ন্স লিগ – সেটাও তো তাঁরই, মানে রেয়াল মাদ্রিদের৷ শেষ পর্যন্ত সেটাই হলো, গতবারের চ্যাম্পিয়ন মেসিকে হারিয়ে দিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড৷
প্যারিসে গোল্ডেন বলের প্রাপক হিসেবে যখন রোনাল্ডোর নাম ঘোষণা হচ্ছে, মেসি ততক্ষণে আকাশে৷ প্রীতি ম্যাচ খেলতে কাতারের পথে তিনি৷ অবশ্য পুরস্কার নিতে রোনাল্ডোও সশরীরে উপস্থিত ছিলেন না৷ তিনি ছিলেন জাপানে৷ তবে বর্ষসেরা ফুটবলার হওয়ার আঁচ তিনি হয়ত করতে পেরেছিলেন৷ তা না হলে মারাত্মক শীতের মধ্যে শুধুমাত্র একটা টি-শার্ট পরে নায়কের মতো ছবি তুলবেন কেন তিনি?
তবে পুরস্কার জেতার পরও সতীর্থদের ভোলেননি ফিফার এই বিশ্বসেরা৷ বরং বলেছেন, ‘‘আমি সতীর্থদের জন্যই পুরস্কারটা পেলাম৷ আবার ‘গোল্ডেন বল' জিতে খুব গর্ব হচ্ছে৷ আজকের দিনটা আমার মনে থাকবে৷''
রোনাল্ডোকে দেখতে এ দিন জাপান এয়ারপোর্টে ভিড় উপচে পড়ে৷ ভক্তদের সেলফির আবদার, ফাঁকফোকর বুঝে এগিয়ে আসা অটোগ্রাফের খাতায় সই – কোনো কিছু বাদ যায়নি৷ রেয়াল প্র্যাকটিসেও ক্যামেরার লেন্স তাঁর ওপরই আটকে ছিল৷ এবার যে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মেক্সিকোর ক্লাব অ্যামেরিকার মুখোমুখি হবে রেয়াল৷ খেলা আগামী বৃহস্পতিবার৷
বন্ধুরা, আপনার প্রিয় খেলোয়াড় কে? রোনাল্ডো না মেসি? লিখুন নীচের ঘরে৷
ডিজি/এসি