1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওলঁদের ভারত সফর

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৪ ফেব্রুয়ারি ২০১৩

দু’দিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ বৃহস্পতিবার নতুন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে শীর্ষ বৈঠক করেছেন৷

https://p.dw.com/p/17e21
French President Francois Hollande speaks during his first major press conference at the Elysee Place in Paris on November 13, 2012. Hollande holds his first major press conference amid rising discontent over the flagging economy and a slump in his personal poll ratings. AFP PHOTO / MARTIN BUREAU (Photo credit should read MARTIN BUREAU/AFP/Getty Images)
ছবি: AFP/Getty Images

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর প্রথম এশিয়া সফরে এসে ফ্রঁসোয়া ওলঁদ বৃহস্পতিবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হন৷ আলোচনা হয় বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে৷ দৃঢ়মূল হয় স্ট্র্যাটিজিক সহযোগিতা৷ আলোচনার শীর্ষে ছিল প্রতিরক্ষা ও বাণিজ্যিক সহযোগিতা৷ প্রেসিডেন্টের সঙ্গে এসেছে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল৷ তাদের মধ্যে রয়েছেন পাঁচজন মন্ত্রীসহ ফ্রান্সের ৬০টি বড় বড় কোম্পানির কর্ণধাররা৷

Indian Prime Minister Manmohan Singh attends a Full Planning Commission meeting at his residence in New Delhi on September 15, 2012. Indian Prime Minister Manmohan Singh defended September 15 a string of economic reforms unveiled by his government, despite protests over higher fuel prices and new foreign investment rules. AFP PHOTO/POOL/RAVEENDRAN (Photo credit should read RAVEENDRAN/AFP/GettyImages)
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি: AFP/Getty Images

আলোচনা শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, ফ্রান্সকে ভারত সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটিজিক সহযোগী দেশগুলির অন্যতম মনে করে৷ ভারতের কঠিন সময়ে সব সময়ে পাশে দাঁড়িয়েছে ফ্রান্স৷ তিনি বলেন, আলোচনা হয় মহারাষ্ট্রের জইতাপুর বেসামরিক পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে৷

উল্লেখ্য, ফ্রান্সের সহযোগিতায় ৯০০ কোটি ডলার ব্যয়ে ১০ হাজার মেগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে স্থানীয় পরিবেশবাদীদের প্রতিবাদ সত্ত্বেও৷ বাণিজ্যিক ও প্রযুক্তিগত আলোচনা শেষে এই প্রকল্প রূপায়ণে ভারত বদ্ধপরিকর, বলেন প্রধানমন্ত্রী৷

প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে আলোচনা সন্তোষজনক৷ যার মধ্যে আছে স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র যা দুদেশ তৈরি করবে যৌথভাবে৷ এছাড়া আলোচনা হয় মহাকাশ গবেষণা নিয়ে৷

ফ্রান্সের প্রেসিডেন্ট জঙ্গি বিমান সরবরাহ প্রসঙ্গে বলেন, এক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা প্রথম নয়, স্বাধীনতার শুরু থেকেই৷ জঙ্গি বিমান মিরাজ থেকে বৃহস্পতিবারকের রাফাল৷ রাফাল যুদ্ধ বিমান সরবরাহ চুক্তি চূড়ান্ত হবার আশা প্রকাশ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷ স্রেফ জঙ্গি বিমানই নয়, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র ইত্যাদির মতো সমর সম্ভার আছে৷ কারণ ফ্রান্স জানে, ভারত এক শান্তিকামী দেশ৷ এইসব যুদ্ধ উপকরণের অপপ্রয়োগ ভারত করবেনা, যেহেতু দুদেশের সম্পর্ক দাঁড়িয়ে আছে পারস্পরিক বিশ্বাসের ওপর৷

উল্লেখ্য, রাফাল জঙ্গি বিমান চুক্তি ওলঁদের এই সফরে সই হবে না৷ আরো কিছু খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করার আছে৷ ভারত প্রথমে কিনবে ১২৬টি রাফাল বিমান৷ তার মধ্যে ১৮ তৈরি হবে ফ্রান্সে এবং অবশিষ্টগুলি তৈরি হবে ভারতে লাইসেন্সের অধীনে৷

আন্তর্জাতিক প্রসঙ্গে ওঠে আফগানিস্তান, পাকিস্তান ও আফ্রিকান রাষ্ট্র মালিতে ইসলামি জঙ্গিদের বিতাড়িত করতে ফ্রান্সের সামরিক হস্তক্ষেপ ইস্যু৷ প্রধানমন্ত্রীর বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দুদেশের দৃষ্টিভঙ্গি অভিন্ন৷ যার মধ্যে আছে বিশ্ব অর্থনীতি চাঙ্গা করা এবং বিশ্ব সন্ত্রাসের মোকাবিলা করা৷ মালির প্রতিরক্ষা বাহিনীকে সমর্থনের অঙ্গ হিসেবে আন্তর্জাতিক সাপোর্ট মিশনকে ১০ লাখ ডলার আর্থিক সহায়তা দেবার কথা বলেন প্রধানমন্ত্রী ড. সিং৷

বৃহস্পতিবারকের বৈঠক শেষে ভারত ও ফ্রান্সের মধ্যে সই হয় চারটি চুক্তি৷ রেলওয়ে, মহাকাশ. শিক্ষা ও সংস্কৃতি৷ কান ফিল্ম উৎসবে ভারতীয় সিনেমার শতবর্ষ উদযাপিত হবে৷ শুক্রবার ওলঁদ যাবেন মুম্বই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য