1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপুরা বিধানসভা নির্বাচন

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১১ ফেব্রুয়ারি ২০১৩

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা বিধানসভার ৬০টি আসনে ভোট ১৪ই ফেব্রুয়ারি৷ গত ২০ বছর ধরে বাম শাসিত এই রাজ্যে শাসক দলের প্রধান বিরোধী দল কংগ্রেস৷

https://p.dw.com/p/17c38
Bilder unseres DW- Hindi Korrespondenten SuhaiLW aheed in Lucknow, der uns auch die Rechte daran überlässt. Aufnahmedatum: 8.2.2012. 1) Eine Schlange von Wählern mit ihren Wahlausweisen bildet vor einem Wahllokal in Barabanki im indischen Bundesstaat Uttar Pradesh. Im bevölkerungsreichsten Bundesstaat Indiens finden derzeit Landtagswahlen statt.
ফাইল ফটোছবি: DW

এই মুহূর্তে দেশের একমাত্র বাম-শাসিত রাজ্য ত্রিপুরায় ভোটের আর কয়েকদিন বাকি৷ নির্বাচনি প্রচার এখন তুঙ্গে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনি প্রচারে বার বার শোনা যাচ্ছে পরিবর্তনের প্রসঙ্গ৷ কেউ কেউ বলছেন পরিবর্তন নয়, প্রত্যাবর্তন৷ এক নাগাড়ে ২০ বছর ক্ষমতায় আছে বামফ্রন্ট সরকার৷ কারণ ১৯৮৮-৯৩ সাল পর্যন্ত কংগ্রেস সরকারের চরম ব্যর্থতাই বামদলের নির্বাচনি ইস্যু হয়েছে এবারেও৷

Indian women work in a brick field in Simna village, 45 kilometers (28 miles) from Agartala, capital of India's northeastern state Tripura,Tuesday, Dec. 5, 2006. A woman labor in this brick field earns 60 Indian Rupees (about US$ 1) per day. (AP Photo/Ramakanta Dey)
এই মুহূর্তে দেশের একমাত্র বাম-শাসিত রাজ্য ত্রিপুরায় ভোটের আর কয়েকদিন বাকিছবি: AP

কিন্তু এবারে কি ত্রিপুরার বাম দুর্গ অক্ষত থাকবে? প্রশ্ন সেটাই৷ তবে মানিক সরকারের আমলে রাজ্যের উন্নতি হয়েছে বিদ্যুৎ,স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামো ক্ষেত্রে৷ উন্নতি তেমন হয়নি শিল্প ক্ষেত্রে৷ পরিকাঠামোর উন্নতি করে বাম সরকার জোর দেবে শিল্পায়ন প্রক্রিয়ার ওপর৷ বেসরকারি শিল্পপতিরা শিল্প তালুক থেকে জমি কিনতে পারবেন৷ তাতে সাহায্য করবে রাজ্যের ভূমি রাজস্ব বিভাগ৷ তবে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করবে কিনা তা নির্ভর করছে কী ধরণের প্রকল্প নির্মাণ করা হবে তার ওপর৷ দলের নির্বাচনি ইস্তাহারে সে কথাই বলা হয়েছে৷

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা হবে, বাড়ানো হবে যোগাযোগ ব্যবস্থা৷ বাংলাদেশে বন্ধু সরকার সে কাজে আগ্রহ দেখিয়েছে৷ বাংলাদেশের আশুগঞ্জ এবং চট্টগ্রাম বন্দরের সুবিধা পেলে ত্রিপুরা হতে পারে উত্তর-পূর্বাঞ্চলের তোরণদ্বার৷

এই প্রসঙ্গে নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী ডয়চে ভেলেকে বললেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মানিক সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছেন তাঁর ক্ষমতার স্তরে৷ ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে একাধিক বাণিজ্যিক রুট খোলার প্রশ্নে অনুঘটকের ভূমিকা নিয়েছেন৷ অন্যদিকে বাংলাদেশ সরকার মনে করছেন উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত এলাকার সমস্যা, নতুন বাণিজ্য কেন্দ্র খোলা, ত্রিপুরার নদীর জল বণ্টন এবং প্রাকৃতিক গ্যাস প্রকল্পের বিষয়ে ত্রিপুরার বাম সরকার ওয়াকিবহাল আছেন৷ সে জন্য বাংলাদেশের নীতি নির্ধারকদের একাংশ চাইছেন, মানিক সরকার আবার ক্ষমতায় আসুক৷ এই কাজে মানিক সরকার কেন্দ্রের সঙ্গে একটা ইতিবাচক সম্পর্ক বজায় রেখে চলেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য