করোনার সময়ে জার্মানিতে শিশু নির্যাতন বাড়ার আশঙ্কা
২৯ মার্চ ২০২০জার্মানির শিশু সংস্থার প্রধান রাইনার রেটিঙ্গার বলছেন, সারাক্ষণ একসাথে বাড়িতে থাকার কারণে পরিবারের মধ্যে নানা দ্বন্দ্ব তৈরি হতে পারে এবং তা অনেক সময় বাড়াবাড়ি পর্যায়েও পৌঁছাতে পারে৷ এই সময়ে নেশাগ্রস্ত মা-বাবার সন্তানদের দিকে বিশেষভাবে নজর দেয়া উচিত বলে মনে করেন তিনি৷
পুলিশের পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে জার্মানিতে চার হাজার শিশু নির্যাতনের ঘটনা ঘটেছিল৷ আর শিশু যৌন নির্যাতনের সংখ্যা ছিলো ১৪,০০০ হাজারেরও বেশি৷
শিশু সুরক্ষা সংস্থাগুলি আশঙ্কা করছে, স্কুল বন্ধ থাকায় শিশু নির্যাতন বাড়তে পারে৷ অনেক শিশুর জন্য পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠতে পারে৷
সেভ দ্যা চিলড্রেন এর জার্মান শাখার স্টেফানি ফ্রিড বলেন, শিশুরা করোনার আশঙ্কার বাইরে নয়৷ তাই করোনা সম্পর্কে তাদেরও পুরোপুরি জানতে হবে৷ বর্তমানে শিশুরা বড়দের কাছ থেকে করোনা বিষয়ে কিছুটা জানতে পারছে বটে, কিন্তু স্কুল থেকে দূরে থাকার কারণে হয়তবা সঠিক তথ্য অজানা থাকছে৷
এদিকে, আগামী কয়েক সপ্তাহে প্রাপ্তবয়স্কদের মধ্যে সহিংসতা আরো বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে বিভিন্ন সহায়তা ও পরামর্শ কেন্দ্র৷ কারণ অনেকে এখন বাসা থেকে কাজ করছেন৷ কিন্তু অর্থনীতির ওপর করোনা ভাইরাসের প্রভাবের কারণে অনেকেরই হয়ত চাকরি চলে যেতে পারে বা কেউ হয়ত এরই মধ্যে বেকার হয়ে গেছেন৷ এসবই পরিবারের ভেতর মানসিক ও অর্থনৈতিক চাপ বাড়ায় বলে মনে করে বিভিন্ন সহায়তা ও পরামর্শ কেন্দ্র৷
কেট ব্র্যাডি/এনএস