1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়ালো 

১ মে ২০২০

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৫৭১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে৷ মারা গেছেন দুইজন৷ সবমিলিয়ে শনাক্তের সংখ্যা আট হাজার ২৩১ জন৷ মারা গেছেন ১৭০ জন৷ 

https://p.dw.com/p/3beBr
ছবি: bdnews24

এখন পর্যন্ত মোট ১৭৪ জন সুস্থ হয়েছেন বলে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা৷

তিনি বলেন, এখন মোট ৩১টি ল্যাবে পরীক্ষা হচ্ছে৷ নতুন তিনটি ল্যাব যুক্ত হয়েছে৷ এগুলো হলো সেন্ট্রাল পুলিশ হাসপাতাল, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ৷ 

নতুন মারা যাওয়া দুই জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী৷ একজন ষাটোর্ধ্ব, অন্যজনের বয়স ৫০ থেকে ৬০ এর মধ্যে৷

করোনা শনাক্তে যুক্ত হচ্ছেন বায়োকেমিস্টরা

গ্রাজুয়েট বায়োকেমিস্ট এসোসিয়েশন (জিবিএ)-এর সদস্য বায়োকেমিস্ট এবং মলিকুলার বায়োলজিস্টরা এখন থেকে করোনা শনাক্তকরণ কাজে যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা৷  

বুধবার জিবিএ-র সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচনার পর এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি৷ ‘‘এর ফলে বায়োকেমিস্ট এবং মলিকুলার বায়োলজিস্টরা করোনা শনাক্ত করার ব্যাপারে ব্যাপকভাবে সংযুক্ত হবেন,’’ বলে জানান ডা. নাসিমা সুলতানা৷

এখন পর্যন্ত প্রায় দেড়শ জন গ্রাজুয়েট বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্টকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে জিবিএ৷

উল্লেখ্য, প্রয়োজনের তুলনায় মেডিকেল টেকনোলজিস্ট কম থাকায় নমুনা সংগ্রহ ও করোনা পরীক্ষা নিয়ে বাংলাদেশকে হিমশিম খেতে হচ্ছে৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্টের পদ হওয়ার কথা এক লাখ ২৮ হাজার ৭৫টি৷ কিন্তু বর্তমানে কর্মরত আছেন পাঁচ হাজার ১৮৪ জন৷

করোনায় আরো এক পুলিশ প্রাণ হারালেন

পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ৫৫ বছর বয়সি এসআই নাজির উদ্দীন শুক্রবার সকাল ৮টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন৷ ২৫ এপ্রিল থেকে তাঁর করোনা চিকিৎসা চলছিল৷

এই নিয়ে পুলিশের চার সদস্য করোনায় প্রাণ হারালেন৷ বাকি তিনজন হলেন, এএসআই মো. আবদুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪২) ও কনস্টেবল জসিম উদ্দিন৷

বুধবার পর্যন্ত পুলিশের ৪৭৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷

এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৫ এপ্রিল নাজিরের করোনা পজিটিভ আসার পর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন৷ তাঁর আরো কিছু স্বাস্থ্য সমস্যা থাকায় শুরু থেকেই তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল বলেও জানান তিনি৷

১৯৮৩ সালে পুলিশে যোগ দেয়া নাজিরের গ্রামের বাড়ি পাবনার ভাঙ্গুরায়৷ তিনি দুই সন্তান রেখে গেছেন৷

পোশাক কারখানা বন্ধের সুপারিশ

কারখানা খোলার পর সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ‘লাগামহীনভাবে’ বাড়ছে জানিয়ে সেখানকার সব পোশাক কারখানা বন্ধ করতে প্রশাসনকে চিঠি দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা৷ 

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বরাবর এই চিঠিটি পাঠানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি৷

বাংলাদেশকে ইইউর ২৩০ কোটি টাকা, এডিবির ৮৫০ কোটি টাকা

সামাজিক নিরাপত্তা খাতে সংস্কার আনতে বাংলাদেশকে ২৩০ কোটি টাকা (২৪ মিলিয়ন ইউরো) দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল৷ এক বিবৃতিতে তারা জানায়, করোনার মতো সংকটের সময় মানুষকে নিরাপদে রাখতে একটি কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা থাকা প্রয়োজন৷

এছাড়া করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ১০ কোটি ডলার, অর্থাৎ ৮৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)৷ বৃহষ্পতিবার ফিলিপাইন্সে এডিবির বোর্ড সভায় এই ঋণের অনুমোদন দেওয়া হয়৷

বেনাপোল দিয়ে আমদানি শুরু

করোনার কারণে বন্ধ হওয়ার ৩৮ দিন পর বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি হয়েছে৷

জেডএইচ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য