কাবুল থেকে হলিউড
১৪ ফেব্রুয়ারি ২০১৩আফগানিস্তানের ‘বাসকাশি বয়েজ' ছবিটি অস্কার পুরস্কারের জন্য সেরা অ্যাকশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে মনোনীত হয়েছে৷ যাতে প্রধান ভূমিকায় অভিনয় করেছে ফাওয়াদ মুহাম্মদি৷
ফাওয়াদ কাবুলের পর্যটক এলাকা ‘চিকেন স্ট্রিটে' নগরের ম্যাপ বিক্রি করে অর্থ উপার্জন করে৷ ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে পারে সে৷ হঠাৎ একদিন এক ফরাসি চিত্র পরিচালকের সঙ্গে তার পরিচয় হয়৷ তিনি আবার মার্কিন পরিচালক স্যাম ফ্রেঞ্চের ছবি ‘বাসকাশি বয়েজ'-এর জন্য এই কিশোরকে নেওয়ার পরামর্শ দেন৷ হলিউডের গ্ল্যামার থেকে অনেক দূরে অন্য এক জীবন ছোট্ট এই কিশোরের৷ মা, বোন ও ছয় ভাই নিয়ে কাবুলে বসবাস করে সে৷ ১০ বছর বয়সে বাবাকে হারায়৷ তার আয়ের ওপর নির্ভরশীল গোটা পরিবার৷
বাসকাশির উত্থান
‘বাসকাশি বয়েজ' ছবির গোড়াপত্তন সেই ২০০৮ সালে৷ সত্যি ঘটনাকে কেন্দ্র করে তৈরি এর কাহিনি৷ ভালবাসার টানে পরিচালক স্যাম আফগানিস্তানে এসেছিলেন৷ তাঁর বান্ধবী তখন কাবুলের ব্রিটিশ দূতাবাসে কাজ করতেন৷ তাই স্যামও চলে আসেন কাবুলে৷ আফগানিস্তান ছাড়ার পরও দেশটির প্রতি টান তাঁর কমেনি৷ ২০০৯ সালে ‘বাকাশি বয়েজ' গল্পটি লেখেন তিনি৷ তিন বছর পর এই ঘটনা নিয়ে নির্মাণ করেন ছায়াছবি৷
কাস্টিংএর পর পরই দুই মূল ভূমিকার একটিতে নির্বাচিত হয় ফাওয়াদ৷ অন্যদিকে পরিচালক স্যামের নিষ্ঠাও মুগ্ধ করে ফাওয়াদকে৷ ছবিটি যে এত বড় সাফল্য পাবে, তা ভাবতেও পারেনি ফাওয়াদ৷ তার ভাষায়, ‘‘আমি জানতাম, এটা একটি বিশেষ ছবি৷ কেননা দর্শকরা ছবিটি পছন্দ করেছেন৷ কিন্তু এত বড় সাফল্য যে আসবে, তা আমি সত্যি সত্যি ভাবিনি৷''
জাতীয় খেলা
মনোনয়নের খবরটি জানিয়ে পরিচালক যখন ফোন করলেন, তখন আনন্দে কেঁদে ফেলে ফাওয়াদ৷ ছবিটির কাহিনি গড়ে উঠেছে আফগানিস্তানের ঐতিহ্যবাহী খেলা বাসকাশি নিয়ে৷ ঘোড়ায় চড়ে এক মরা ছাগলকে তুলে আনার চেষ্টা করা হয় এই খেলায়৷ ২০ বা তার চেয়েও বেশি খেলোয়াড় অংশ নেয় এতে৷ বিশেষ করে আফগানিস্তানের উত্তরে খেলাটি খুব জনপ্রিয়৷ দুই কিশোরের বন্ধুত্বকে নিয়ে গড়ে উঠেছে স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি৷
এক পথের কিশোর ও আরেক ধনীর পুত্র৷ দুজনেই তাদের স্বপ্ন পূরণ করতে চায়৷ ছবির চরিত্রে ফাওয়াদ মনপ্রাণ দিয়ে বাসকাশি খেলোয়াড় হতে চায়৷ বাস্তবে কিন্তু তার আকাঙ্ক্ষা ভিন্নরকমের৷ পাইলট বা অভিনেতা হতে আগ্রহী সে৷ অ্যামেরিকায় যেতে পারলে তার তিনটা ইচ্ছা পূরণ করতে চায় সে৷ সমবয়সীদের সঙ্গে কথাবার্তা বলতে ও স্কুলে যেতে চায় ফাওয়াদ৷ আর রাম্বোর সঙ্গে দেখা করার অদম্য ইচ্ছা রয়েছে তার৷ রাম্বোর চরিত্রে রূপদানকারী হলিউডের অভিনেতা সিলভেস্টার স্ট্যালন আফগানিস্তানে এক জনপ্রিয় তারকা৷
খ্যাতিমান পথকিশোর
এত খ্যাতি সত্ত্বেও ফাওয়াদ মুহাম্মদি কাবুলের রাস্তায় কাজ করা থেকে বিরত হয়নি৷ সে জানায়, ‘‘আমি আগে নগরের ম্যাপ বিক্রি করতাম৷ এখনও তাই করি৷ একটা পার্থক্য হল, এখন আমাকে অনেকে চিনে ফেলে৷ যেমন পর্যটকরা তেমন স্থানীয়রাও৷''