1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিশোর প্রতিভা খুঁজতে নতুন দিল্লিতে বায়ার্ন মিউনিখ

১৩ অক্টোবর ২০১১

আগামী সপ্তাহান্তে ভারতের রাজধানী নতুন দিল্লিতে বসছে এফসি বায়ার্ন ইউথ কাপের আসর৷ যে কোনো কিশোর ফুটবলার বিনা বাধায় নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে সেখানে৷

https://p.dw.com/p/12rDR
শীঘ্রই নতুন দিল্লিতে বসছে এফসি বায়ার্ন ইউথ কাপের আসর...ছবি: dapd

জনসংখ্যা একশো কোটিরও বেশি, কিন্তু ফিফার ব়্যাংকিং অনুযায়ী ভারতের স্থান ১৬৩৷ অর্থাৎ ২০৩টি দেশের মধ্যে একেবারে শেষের দিকে৷ কিন্তু এটি কি বিশ্বাস করা যায়, যে ২২ জনের এক ফুটবল টিম গড়ার জন্য ভালো খেলোয়াড় তৈরি করার ক্ষমতা ভারতের নেই৷ বা নেই অর্থ ও লোকবল? সমালোচকরা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করে আসছেন, তার সারমর্ম হলো আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক প্রভাব ও স্বজনপোষণের প্রবণতা৷ তার সঙ্গে দেখা যায় উদাসীনতা ও দৃঢ় মনোবলের অভাব৷

আন্তর্জাতিক মানের ফুটবলার গড়ার কিছু বিচ্ছিন্ন উদ্যোগ অবশ্য দেখা গেছে৷ কিন্তু তাতে ফল পাওয়া যায় নি৷ ভারতের বিখ্যাত শিল্পগোষ্ঠী টাটা আলাদা করে ফুটবল অ্যাকাডেমি গড়ে সামান্য কিছু সাফল্য পেয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে তা ধরে রাখা যায় নি৷ জার্মানির বায়ার্ন মিউনিখ ক্লাব এবার ভারতে ফুটবল প্রতিভা খুঁজতে আসরে নেমেছে৷ এর আগে বেশ কয়েকবার ভারত সফর করে বায়ার্ন পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা অর্জন করেছিল৷ পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে অ্যাকাডেমি তৈরির বিষয়ে আলোচনা কিছুটা এগিয়েছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা সম্ভব হয় নি৷

Flash-Galerie Bundesliga Toni Kroos
জার্মানির এই দল কী ভারতে ২২ জনের একটি ফুটবল টিম গড়তে সাহায্য করবে?ছবি: picture-alliance/dpa

ভারতে সরকারি পর্যায়ে ঢিলেমি ও পেশাদারিত্বের অভাবের পরিপ্রেক্ষিতে বায়ার্ন মিউনিখ এবার জোট বেঁধেছে জার্মানিরই দুই ডাকসাইটে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে, যারা ভারতেও বেশ সক্রিয়৷ খেলাধুলার সরঞ্জাম প্রস্তুতকারক ‘আডিডাস' ও গাড়ির কোম্পানি ‘আউডি'র সঙ্গে সহযোগিতায় আগামী সপ্তাহান্তে নতুন দিল্লিতে বসছে এফসি বায়ার্ন ইউথ কাপ৷ জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১৬ বা তার কম বয়সী ছেলেদের মধ্যে থেকে প্রতিভা খুঁজে নিতে উপস্থিত থাকবেন বায়ার্ন মিউনিখ ক্লাবের বিশেষজ্ঞরা৷ যাদের বেছে নেওয়া হবে, তারা ২০১২ সালের মে মাসে মিউনিখে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে৷

বায়ার্ন ক্লাবের পাউল ব্রাইটনার বলেছেন, গোটা বিশ্ব থেকে আসা খেলোয়াড়রা ইউরোপের ফুটবল ক্লাগুলিতে খেলেন৷ আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের মধ্যে ভারতীয়দের না দেখা যাবার কোনো কারণ নেই৷ শুধু ভারত নয়, প্রতিভার খোঁজে অন্য কিছু দেশেও এফসি বায়ার্ন ইউথ কাপ আয়োজন করা হচ্ছে৷

প্রতিভা খোঁজার ক্ষেত্রে পেশাদারি মনোভাব কাকে বলে, তা দেখিয়ে দিচ্ছে বায়ার্ন৷ মন্ত্রী, আমলা বা কর্মকর্তাদের কৃপাদৃষ্টি এড়িয়ে যে কোনো কিশোর ফুটবলার বিনা বাধায় অংশ নিতে পারবে৷ অর্থাৎ বিচারকরাই কোনো প্রাক-বাছাই পর্ব ছাড়াই সরাসরি সেরা খেলোয়াড়দের বেছে নিতে পারবেন৷ নতুন দিল্লিতে এফসি বায়ার্ন ইউথ কাপে অংশ নিতে এমনকি কোনো প্রবেশমূল্য রাখা হয় নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান