1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কূটনৈতিক মিশনে হামলা, ইরানে আফগান দূতকে তলব

১২ এপ্রিল ২০২২

আফগানিস্তানে কূটনৈতিক মিশনে বিক্ষুব্ধ মানুষদের হামলার জেরে তেহরানে আফগান দূতকে ডেকে পাঠিয়েছে ইরান৷ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে৷

https://p.dw.com/p/49psg
আফগানিস্তানের হেরাতে ইরানের কূটনৈতিক মিশনে বিক্ষুব্ধ আফগানরা৷
আফগানিস্তানের হেরাতে ইরানের কূটনৈতিক মিশনে বিক্ষুব্ধ আফগানরা৷ছবি: Irna

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেরপ্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক মিশনে হামলার কারণে প্রতিবেশী দেশ আফগানিস্তানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ সোমবার কাবুলে ইরানের দূতাবাস এবং হেরাতের কনসুলেট লক্ষ্য করে হামলা চালানো হয়৷ হেরাতে কনসুলেট লক্ষ্য করে বিক্ষোভকারীদের পাথর, ইট-পাটকেল  ছুঁড়তে দেখা গেছে৷

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, তালেবান সরকারকে প্রতিবেশী দেশেরকূটনৈতিক মিশনের সুরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে৷ সম্পূর্ণ সুরক্ষা ব্যবস্থা না পাওয়া পর্যন্ত আফগানিস্তানে কূটনৈতিক মিশনগুলি কাজ বন্ধ রাখবে বলেও জানিয়েছে ইরান৷ সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, ইরানের কূটনৈতিক মিশনে নিরাপত্তা বজায় রাখতে তালেবানকে আরো সক্রিয় হতে হবে৷ 

সম্প্রতি ইরানের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ ওভিডিগুলোর সত্যতা যাচাই করা হয়নি৷ সেই ভিডিওতে দেখা গেছে, আফগান শরণার্থীদের উপর ইরানে অত্যাচার করা হচ্ছে৷ এরপর আফগানিস্তানে ক্ষোভ ছড়িয়ে পড়ে৷ ক্ষোভের আঁচ পৌঁছায় দূতাবাসেও৷

ইরান প্রশাসনের দাবি, আফগান শরণার্থীদের নির্যাতন করার মতো কোনো ঘটনা ঘটেনি৷  ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়াঁ জানান, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর ইরানে আফগান শরণার্থীর সংখ্যা বেড়ে ৫০ লাখ হয়েছে৷ ইরানে আফগান শরণার্থীর সংখ্যা আগে ছিল চল্লিশ লাখ৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপগুলি দুই দেশের জনগণের অনুভূতিতে আঘাত হানার অপচেষ্টা বলে মনে করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়৷

আরকেসি/এসিবি (এপি)