1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং বিল খেলাপিদের ছাড় দেওয়ার প্রস্তাব

১৭ নভেম্বর ২০২১

নির্বাচন কমিশন কৃষি ও ক্ষুদ্র ঋণ এবং বিল খেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বাড়ানোসহ গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব চূড়ান্ত করেছে৷

https://p.dw.com/p/435nX
ছবি: bdnews24.com

এসব প্রস্তাবের মধ্যে রয়েছে, রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আরও ১০ বছর সময় দেওয়া, নির্বাচনী কাজে নিয়োজিতদের ক্ষেত্রে অনলাইনে পোস্টাল ব্যালটের আবেদন নেওয়া, প্রতিবন্ধীর সংজ্ঞা নির্ধারণ এবং প্রার্থীদের টিআইএন সনদ জমার নিয়ম যুক্ত করা৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আরপিও সংশোধনের প্রস্তাবগুলো কমিশন অনুমোদন করেছে৷ পরে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে৷

মেয়াদের শেষ সময়ে এসে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এসব সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার ও প্রার্থীদের জন্য সুযোগ বাড়ানোর উদ্যোগ নিল৷

আগামী ফেব্রুয়ারি মাসে পাঁচ সদস্যের বর্তমান ইসির মেয়াদ শেষ৷ পরে নতুন ইসির ওপর দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার থাকবে৷

এগুলো নতুন সুপারিশ নয়, আগেও তারা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন বলে বিডিনিউজকে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম জানান৷

আরপিও সংশোধন করতে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদে পাস করার বিধান রয়েছে৷

যেসব পরিবর্তন

কৃষি ও অন্যান্য ক্ষুদ্র ঋণ এবং ব্যক্তিগত বিল (টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা সেবা সংস্থার বিল) এখন মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তত সাতদিন আগে পরিশোধের নিয়ম রয়েছে৷ আপিও সংশোধনের প্রস্তাবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত পরিশোধ করার সুযোগ রাখার কথা বলা হয়েছে৷

রাজনৈতিক দলগুলোকে সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আরপিওতে ২০২০ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছিল৷ কিন্তু নিবন্ধিত কোনো দলই সে লক্ষ্য পূরণ করতে পারেনি৷

এ অবস্থায় আরপিও সংশোধন না হলে দলগুলোকে বিধি লঙ্ঘনের অভিযোগের মুখে পড়তে হতে পারে৷ তাই সবার সুপারিশে ওই শর্ত পূরণের সময় দশ বছর বাড়িয়ে ২০৩০ সাল করার প্রস্তাব করা হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম৷

নির্বাচনী দায়িত্বে নিয়োজিতদের অনলাইনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদনের সুযোগ এবং পোস্টাল ব্যালট পদ্ধতি সহজ করার কথা বলা হয়েছে ইসির সংশোধনী প্রস্তাবে৷ সেই সঙ্গে প্রতিবন্ধী এবং ৮০ বছর বা বেশি বয়সিদের এ সুযোগ দেওয়া হয়েছে৷

ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসারসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়ে কয়েক লাখ লোক জাতীয় নির্বাচনে নিয়োজিত থাকেন৷ এই আইন অনুযায়ী নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, যারা নিজ এলাকার বাইরে অবস্থান করেন, প্রবাসী বাংলাদেশি ভোটার এবং কারাবন্দিদের পোস্টাল ব্যালটের ভোট দেওয়ার সুযোগ রয়েছে৷

সেজন্য নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হয়৷ এর পর নানা প্রক্রিয়ায় ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার নেওয়া ও ভোট শেষে ফের রিটার্নিং কর্মকর্তার কাছে তা পাঠাতে হয়৷

ইসির অতিরিক্ত সচিব বলেন, "পোস্টাল ব্যালট এখন ব্যবহার হচ্ছে না৷ প্রযুক্তির সহায়তা নিয়ে কীভাবে এ পদ্ধতি সহজ করা যায়, তা ভেবে প্রস্তাবটি রাখা হয়েছে”৷

অশোক কুমার দেবনাথ জানান, আইন সংশোধন হলে নির্বাচন পরিচালনা বিধিতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে৷ 

আরপিওর দ্বিতীয় অনুচ্ছেদে ফিজিক্যালি ডিজেবল এর সংজ্ঞা অন্তর্ভুক্ত করার প্রস্তাবএসেছে৷ ভোটার তালিকার নিবন্ধন ফরমে দৃষ্টি প্রতিবন্ধীশ্রবণ প্রতিন্ধীবাক প্রতিবন্ধী এবং শারীরিক 

প্রতিবন্ধীদের তথ্য নেওয়া হয়৷  ২৭ অনুচ্ছেদে তাদের পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে৷

ইউপি ছাড়া স্থানীয় সরকারের সব নির্বাচনে টিআইএন সনদ জমা দেওয়ার বিধান রয়েছে৷ সংসদ নির্বাচনেও তা যুক্ত করা হচ্ছে বলে জানান ইসির অতিরিক্ত সচিব৷

১২ অনুচ্ছেদের একটি উপ-ধারায় প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) সনদ জমার বিধান বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে৷

২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন চালু হওয়ার সময় সংশোধিত গঠনতন্ত্র জমা দেওয়ার সময় ছিল এক বছর৷ এখন তা কমিয়ে করা হচ্ছে এক মাস৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান