‘খালেদার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় মামলা’
৯ আগস্ট ২০১১খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত - বিএনপি'র এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুদকের মহাপরিচালক ফররুখ আহমেদ৷ তিনি বলেছেন, কোনো রাজনৈতিক বিবেচনা থেকে দুদক দুর্নীতির অনুসন্ধান করেনা৷ আর কারুর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে আইন অনুযায়ী মামলা হয়৷ খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ হাতে নিয়েই মামলা করা হয়েছে৷ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মামলা হয়নি৷
তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৫৬ রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়ে৷ সেই সব মামলারই তদন্ত করছে দুদক৷ কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠেনা৷ তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুদক প্রত্যাহার করেনি এবং করবেও না৷ তাদের এসব মামলা আইনগতভাবেই মোকাবেলা করতে হবে৷
ফররুখ আহমেদ জানান, শেয়ার বাজার কেলেঙ্কারির মামলারও তদন্ত করছে দুদক৷ শিগগিরই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আনোয়ার উল কবীর ভূইয়া এবং তার স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হবে৷
দুদক মহাপরিচালক অযথা বিতর্ক সৃষ্টি না করে দুর্নীতির মামলা আইনগতভাবে মোকাবেলার আহ্বান জানান৷ কেউ আদালতে নির্দোষ প্রমাণিত হলে দুদকের কিছু বলার থাকবেনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ