সাগর-রুনি হত্যার বিচার
১৬ সেপ্টেম্বর ২০১২সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যার বিচার ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের গ্রেপ্তারের দাবিতে রবিবার সকালে ঢাকার কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করছেন সাংবাদিকেরা৷ ওই সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেছেন, ‘‘খুনি কে, আমরা তা জানি না৷ তবে সন্দেহ জেগেছে, খুনি সম্ভবত কারওয়ান বাজারে থাকে৷''
সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘‘এ দেশের আদালতে বিচার না পেলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবেন সাংবাদিকেরা৷''
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘‘আদালতের নির্দেশনা নিয়ে আমরা বক্তব্য রাখব না৷ আমরা বিবেকের তাড়নায় বক্তব্য রাখব৷ সে বক্তব্য কারও বিরুদ্ধে গেলে বুঝতে হবে, কেন বিরুদ্ধে যাচ্ছে৷''
এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী আদালতের উদ্দেশে বলেন, ‘‘বিচারিক প্রতিষ্ঠান হিসেবে সাংবাদিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নামবেন না৷ এটি হলে দুর্যোগ নেমে আসতে পারে৷''
প্রসঙ্গত, সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে গত ৫ সেপ্টেম্বর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা৷ এ জন্য সরকারকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তাঁরা৷ এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে প্রেসক্লাবের সামনে সুশীল সমাজ ও পেশাজীবী সংগঠন নিয়ে সমাবেশ করার ঘোষণা দেয়া হয়৷
এদিকে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রাখার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ রবিবার সকালে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন৷ তিনি বলেন, ‘‘যদিও এ কাজটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে৷ তারপরও আমার মন্ত্রণালয়ের সহযোগিতা থাকবে৷''
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম