গাদ্দাফির জন্মভূমিতে ব্যাপক প্রতিরোধের মুখে এনটিসি যোদ্ধারা
১৭ সেপ্টেম্বর ২০১১এনটিসির জন্য দেশের বাইরে থেকে দুটো ভাল খবর এলেও দেশের ভেতর থেকে এসেছে তার উল্টোটা৷
ভাল খবরের একটি হচ্ছে জাতিসংঘে লিবিয়ার প্রতিনিধি হিসেবে এনটিসির স্বীকৃতি পাওয়া৷ ফলে এনটিসির চেয়ারম্যান জলিল জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে যাচ্ছেন৷ সেসময় তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে৷
আর দ্বিতীয় খবরটি হলো লিবিয়ার জব্দ করা সম্পদ ছাড় ও দেশটির উপর থাকা অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে একমত হয়েছে নিরাপত্তা পরিষদের সদস্যরা৷ তবে আকাশসীমায় নিষেধাজ্ঞা এখনো বলবৎ থাকছে৷
এদিকে দেশের ভেতরে গাদ্দাফির জন্মভূমি সির্তে ও আরেক শহর বানি ওয়ালিদে বিরোধীদের চরম প্রতিরোধের মুখে পড়েছে এনটিসির যোদ্ধারা৷ এ কারণে শুক্রবার তাদেরকে সির্তে শহরের যুদ্ধক্ষেত্র থেকে সরে আসতে হয়েছে৷ এরপর আজ শনিবার সকালে তারা আবারও সির্তেতে গেলে সেখানে ঘন্টা দুয়েক সংঘর্ষ হয়৷ কিন্তু গাদ্দাফির সমর্থকদের সঙ্গে না পেরে ফিরে আসতে হয়েছে এনটিসির যোদ্ধাদের৷ সংঘর্ষে দুজন নিহত হয়েছে বলে জানা গেছে৷ প্রায় ছয় হাজার যোদ্ধা আজ সির্তে আক্রমণ করতে গিয়েছিল৷ শেষ খবর পাওয়া পর্যন্ত যোদ্ধারা আবারও সির্তে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল৷
এদিকে গাদ্দাফি যখন ক্ষমতায় ছিলেন তখন তাঁর সরকারের মুখপাত্র ছিলেন মুসা ইব্রাহিম৷ গাদ্দাফি পালিয়ে যাওয়ার পর থেকে ইব্রাহিমও লুকিয়ে আছেন৷ কিন্তু সেখান থেকেও তিনি সাংবাদিকদের বিভিন্ন সংবাদ দিয়ে যাচ্ছেন৷ যেমন টিউনিশিয়ায় বার্তা সংস্থা রয়টার্সে টেলিফোন করে তিনি জানিয়েছেন যে, ন্যাটোর আক্রমণে সির্তে'তে শুধুমাত্র শুক্রবার রাতেই মারা গেছে ৩৫৪ জনেরও বেশি৷ একটি হাউজিং কমপ্লেক্স ও হোটেলে হামলা করায় এত হতাহত হয়েছে বলে জানান মুসা ইব্রাহিম৷ এছাড়া গত ১৭ দিনে ন্যাটোর হামলায় শুধু সির্তে'তেই কমপক্ষে দুই হাজার জন নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি৷
তবে সির্তেতে কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় গাদ্দাফির মুখপাত্রের দাবির সত্যতা যাচাই করা যায়নি৷ মুসা ইব্রাহিম আরও বলেছেন, গাদ্দাফি তাঁর সমর্থকদের যুদ্ধের দিক নির্দেশনা দিচ্ছেন৷ তিনি বলেন তাদের কাছে কয়েকমাস যুদ্ধ চালানোর মতো অস্ত্রশস্ত্র রয়েছে এবং জয় তাদেরই হবে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম