1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পার্থর মন্তব্য সংবিধান বিরোধী’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ এপ্রিল ২০১৩

আটক চার ব্লগারকে নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান এবং সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ’র মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন আইনজীবীরা৷ তবে পার্থ বলেছেন, এটি তাঁর ক্ষোভের বহিঃপ্রকাশ এবং ‘পলিটিক্যালি’ করেছেন৷

https://p.dw.com/p/18Ju4
Bangladesh bloggers march in protest against the detention of three bloggers in Dhaka on April 2, 2013. Bangladesh police have arrested three atheist bloggers for allegedly defaming Islam and the Prophet Mohammed, police said, amid demands from religious fundamentalists for an internet crackdown. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

আটক ৪ ব্লগারকে সংবাদ মাধ্যমের সামনে হাজির করা নিয়ে যখন প্রতিবাদ হচ্ছে, তখন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার বিপরীতে দাঁড়িয়েছেন৷ তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, ‘‘এই চার নাস্তিক ব্লগারকে শুধু সংবাদ মাধ্যমের সামনে হাজির নয়, তাদের নাকে খত দিয়ে কান ধরে উঠ বস করানো উচিত ছিল৷''

পার্থর এই বক্তব্যকে সংবিধান এবং আইন বিরোধী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আটক ব্যক্তিদের ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ না করতে হাইকোর্টের নির্দেশনা আছে৷ আর সংবিধানের ৩৫ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, আটক ব্যক্তিকে কোন ধরনের নির্যাতন এবং তার সঙ্গে কোন ধরনের অপমানজনক আচরণ করা যাবেনা৷''

অথচ পার্থ সেদিকে না গিয়ে একধাপ এগিয়ে বলেছেন, তাদের কান ধরে উঠ বস এবং নাকে খত দেয়া উচিত ছিল - যা দুঃখজনক এবং সংবিধান ও আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন অধ্যাপক হাফিজুর রহমান৷ তিনি বলেন, ‘‘এই চার ব্লগারের ব্যাপারে পুলিশ শুরু থেকেই অগ্রহণযোগ্য কাজ করছে৷ তাদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকার পরও ৫৪ ধারায় গ্রেফতার করেছে৷ আর গ্রেফতারের সতের দিন পর মামলা করেছে যা মানবাধিকারের লঙ্ঘন৷''

আটক ৪ ব্লগারের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘আন্দালিব রহমান একজন আইনজীবী এবং সংসদ সদস্য৷ আটক ৪ ব্লগার যে নাস্তিক তা আদালতে এখনো প্রমাণ হয়নি৷ তারা যে ধর্মের অবমাননা করেছেন তাও প্রামাণ হয়নি৷ প্রমাণ হওয়ার আগেই ৪ জনকে নাস্তিক বলে তিনি আইনজীবী এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্বজ্ঞানহীতার পরিচয় দিয়েছেন৷''

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘‘পার্থ তাঁর মন্তব্যের মাধ্যমে ঘৃণার সৃষ্টি করেছেন৷ আর তাদের নাকে খত ও কান ধরে ওঠ বস করানোর কথা বলে আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন৷ যা খুবই দুঃজনক৷ তিনি না জেনে না শুনে রাজনৈতিক কারণে মন্তব্য করে নাগরিক অধিকার ক্ষুন্ন করতে পারেন না৷''

তবে আন্দালিব রহমান পার্থ ডয়চে ভেলেকে বলেন, ‘‘কান ধরে উঠ বস এবং নাকে খত দেয়ার কথা বলে তিনি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন৷ তিনি সব ব্লগারকে নাস্তিক বলেননি৷ আটক ৪ জনকে বলেছেন৷ আর একথা বলেছেন ‘পলিটিক্যালি'৷ কেউ নবীজীকে নিয়ে অবমাননাকর কিছু করলে স্বাভাবিকভাবেই যেকোন মুসলমান ক্ষুব্ধ হবেন৷ তিনিও হয়েছেন৷''

উল্লেখ্য, আটক ৪ ব্লগার যে ‘নাস্তিক বা ধর্মের অবমাননা করেছেন' তা পত্রিকা থেকে জেনেছেন পার্থ৷ তিনি নিজে তাদের ব্লগ পড়েননি বলে স্বীকার করেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য