1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চায়ের সঙ্গে ‘টা’ নয়, ‘সেক্স’

২৭ জানুয়ারি ২০১৬

যুগ পাল্টাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে আমাদের জীবনধারা, মূল্যবোধ৷ আগে যেখানে বলা হতো, মানাও হতো, ‘লজ্জাই নারীর ভূষণ', সেখানে আজ খোলাখুলি আলোচনা হচ্ছে যৌনতা, এমনকি নারীর যৌনসুখ নিয়েও৷

https://p.dw.com/p/1Hkrx
Frau mit Tasse Kaffee
ছবি: Fotolia/Africa Studio

‘ফ্রি সেক্স', ‘ওপেন সেক্স', ‘লিভ টুগেদার', ‘ফ্রিডম অফ দ্য ইউটার্স' – এ সব আলোচনা আজ শুধু সিনেমা-থিয়েটার বা নারীবাদী সাহিত্যে নয়, চলে এসেছে আড্ডায়, সাংবাদিকতাতেও৷ যৌনতা নিয়ে কথা বলা আজ আর ‘ট্যাবু' নয়৷ সমাজ পরিবর্তনের স্বার্থে, নারীকে তার অধিকার সম্পর্কে সচেতন করতে এই আলোচনার গুরুত্ব আছে বৈকি৷

আজ যেখানে খবরের কাগজ খুললেই ধর্ষণ, নিপীড়নের খবর দেখা যায়, সেখানে নারীর যৌনসুখ বা যৌনমিলনে নারীর সম্মতি (তা সেই নারী বিবাহিত বা অবিবাহিত – যা-ই হোন না কেন) নিয়ে খোলাখুলি কথা বলাটা যে আরো প্রয়োজনীয় হয়ে পড়েছে৷ দরকার হয়ে পড়েছে ধর্ষণের সংজ্ঞাকে নতুন করে ব্যাখ্যা করার, দাম্পত্য ধর্ষণকে আরো পরিষ্কার করে তুলে ধরার৷

কিন্তু প্রশ্ন হলো এ সব কথা রুচিশীলভাবে কীভাবে বলা যায়? কীভাবে একটি পুরুষতান্ত্রিক সমাজকে বোঝানো যায় যে, নারীর অনুমতি নেয়াটা আবশ্যক৷ কীভাবে বোঝানো যায় যে নারীও ‘না' বলতে পারে? তারও সেই অধিকার আছে?

এই ভিডিওতে বিষয়টি বোঝানো হয়েছে এককাপ চায়ের মাধ্যমে৷ অবাক হচ্ছেন? অনেক ক্ষেত্রে কেউ চা খেতে চায় কিনা জানতে চেয়েই কিন্তু আমরা চা পরিবেশন করি৷ চায়ের ক্ষেত্রে যেমন মানুষ মতামতের গুরুত্ব দিতে জানে, ‘সেক্স' বা যৌনমিলনের ক্ষেত্রে সেরকমই মতামতের গুরুত্ব দেয়া উচিত৷ নারীর উত্তর ‘না' হলেও তা মেনে নেয়াই সভ্য মানুষের লক্ষণ৷ চা-প্রিয় ব্রিটেনের পুরুষরা কিন্তু এভাবেই বুঝেছেন পুরো বিষয়টি৷ চা-প্রিয় বাঙালি বুঝবেন না, সেটা হয় নাকি? তাই ভিডিওটা দেখুন, জানান কেমন লাগলো৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য