উনিশ শতকে সিলেটে এবং আসামে ব্রিটিশদের হাত ধরে চা শিল্পের বিকাশ ঘটে৷ এসব বাগানে কাজ করেন বিপুল শ্রমিক৷ এই শ্রমিকেরা উড়িষ্যা, বিহার, মাদ্রাজ এবং মধ্যপ্রদেশ থেকে আঠারো শতকে নিয়োগকৃত শ্রমিকদের উত্তরাধিকারী৷