চ্যাম্পিয়ন্স লিগ
৫ নভেম্বর ২০১৩দুটি দলই এখন পর্যন্ত তাদের তিনটি খেলাই জিতেছে৷ মঙ্গলবার বায়ার্ন খেলবে চেক দল ভিক্টোরিয়া পিলসেনের বিরুদ্ধে৷ দু'সপ্তাহ আগে তাদেরকে নিজেদের মাঠে ৫-০ গোলে হারিয়েছিল বায়ার্ন৷ এদিকে রেয়াল মাদ্রিদের খেলা হবে জুভেন্টাসের সঙ্গে৷ তাদের সঙ্গে আগের খেলায় ২-১ গোলে জিতেছিল রেয়াল৷
বায়ার্ন আর রেয়াল ছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ ও প্যারি' সাঁ-জার্মাঁ বা পিএসজি'ও তাদের তিনটি খেলায় জিতেছে৷ অ্যাটলেটিকো বুধবার খেলবে অস্ট্রিয়ার ভিয়েনের বিরুদ্ধে৷ এ দুটি দলের আগের খেলায় ৩-০ গোলে জিতেছিল স্প্যানিশরা৷ এর আগে মঙ্গলবার পিএসজির খেলা আছে বেলজিয়ামের আন্ডেয়ালেখটের বিরুদ্ধে৷
চতুর্থ পর্ব খেলে নকআউট নিশ্চিত করতে পারে ম্যানচেস্টার সিটিও৷ যদিও তারা একটি ম্যাচে হেরেছে৷ মঙ্গলবার সিএসকেএ মস্কোর বিরুদ্ধে খেলতে নামবে তারা৷
বার্সাও নকআউট পর্বে নাম লেখাতে পারে যদি তারা বুধবার নিজেদের মাঠে এসি মিলানকে হারাতে পারে৷ ম্যানচেস্টার ইউনাইটেড রেয়াল সোসিয়েডাডকে হারাতে পারলে নকআউটের পথে এগিয়ে যাবে অনেকখানি৷
তিন দলের পয়েন্ট সমান
গ্রুপ এফ এর তিন দল আর্সেনাল, বোরুসিয়া ডর্টমুন্ড আর নাপোলির পয়েন্ট সমান৷ তাই এই গ্রুপে এখনো উত্তেজনা বহাল রয়েছে৷ বুধবার রাতে ডর্টমুন্ড মুখোমুখি হচ্ছে আর্সেনালের৷ আগের খেলায় ডর্টমুন্ড ইংল্যান্ডে গিয়ে আর্সেনালকে হারিয়ে এসেছে ২-১ গোলে৷ তবে গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে লিভারপুলকে৷ এর ফলে লিগে পাঁচ পয়েন্টের ব্যবধানে এখন শীর্ষে আর্সেনাল৷ লিগের এই পারফরম্যান্সকে কাজে লাগিয়ে উজ্জীবিত আর্সেনাল খেলোয়াড়রা চাইবে ডর্টমুন্ডকে তাদের মাঠে হারিয়ে প্রতিশোধ নিতে৷ কিন্তু ইয়ুর্গেন ক্লোপের দল ডর্টমুন্ড কি সেটা হতে দেবে?
জেডএইচ/ডিজি (এপি, এএফপি)