জর্জিয়ায় সমকামীবিরোধী সহিংসতা, চাপের মুখে প্রধানমন্ত্রী
১৩ জুলাই ২০২১আলেক্সান্ডার লাশকারাভার সহকর্মীরা জানিয়েছেন, জর্জিয়ায় এলজিবিটিকিউ অধিকারকর্মীদের প্রাইড প্যারেড এবং এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের নিরপত্তার কোনো ব্যবস্থা ছিল না৷ ফলে যখন সমকামীবিরোধী ডানপন্থি অ্যাক্টিভিস্টরা প্যারেডে হামলা চালায়, তাদের রক্ষা করার জন্যও কেউ এগিয়ে আসেনি৷
হামলার শিকার হন টিভি পিরভেলির ক্যামেরাম্যান আলেক্সান্ডার লাশকারাভা৷ কদিন পর নিজের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়৷
টিভি পিরভেলির নির্বাহী নানা আবুরজানিদজে ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘সরকার কেবল দায় অস্বীকারই করছে না, তারা এই সহিংসতাকে ন্যায্যতা দেয়ার চেষ্টা করছে৷ তারা জানতো যে সেখানে ভয়াবহ সহিংসতা হতে পারে, তারপরেও এলজিবিটিকিউ দপ্তর রক্ষায় কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল না৷’’
তিনি বলেন, ‘‘আইন-শৃঙ্খলা রক্ষায় সেখানে তো কারো থাকা উচিত ছিল, তাই না? কিন্তু সাংবাদিক বা আয়োজকদের সুরক্ষা দেয়ার জন্য কেউই সেখানে ছিল না৷’’
জর্জিয়ায় এলজিবিটিকিউ-বিরোধী সহিংসতা
লাশকারাভাকে যেদিন পেটানো হয়, সেদিন পঞ্চাশ জনেরও বেশি সাংবাদিক সমকামীবিরোধীদের হামলায় আহত হন৷ সহিংসতার কারণে শেষ পর্যন্ত প্রাইড প্যারেড বাতিল করতে হয়৷
আবুরজানিদজে জানিয়েছেন, লাশকারাভা এবং আরেকজন সাংবাদিক একটি ভবনের ওপরের তলায় আয়োজনের নানা দিক ভিডিও করছিলেন৷ এমন সময় হঠাৎ কিছু মানুষ জোর করে ভেতরে ঢুকে পড়ে৷ তিনি বলেন, ‘‘তারা সাংবাদিকদের আক্রমণ করা শুরু করে৷ তখন লাশকারাভা এর প্রতিবাদ জানান৷ এরপরই ৩০ জনের মতো মানুষ তাকে পেটাতে শুরু করে, এবং এ কারণেই তার মৃত্যু হয়৷’’
চাপের মুখে প্রধানমন্ত্রী
রাজধানী ডিবিলিসিতে দ্বিতীয় দিনের মতো কয়েক হাজার মানুষ মিছিল করেছেন৷ তারা সাংবাদিকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন৷
পার্লামেন্টের অধিবেশন চলাকালে সেখানে বিরোধী দলের আইনপ্রণেতাদের বিক্ষোভের মুখে কিছুক্ষণের জন্য অধিবেশন স্থগিত করতে হয়৷ তাদের অভিযোগ, ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টিই সাংবাদিকদের ওপর আক্রমণের জন্য দায়ী৷
জর্জিয়া পুলিশ জানিয়েছে, গণমাধ্যম এবং সংবাদকর্মীদের ওপর সহিংসতার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে৷
এডিকে/এসিবি (এএফপি, রয়টার্স)
গত সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...