1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে বাংলা-ব্রিটেন যৌথ ঘোষণা

সাগর সরওয়ার ১০ সেপ্টেম্বর ২০০৮

জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে লন্ডনে প্রথমবারের মত ব্রিটিশ-বাংলাদেশ জলবায়ু সম্মেলনে দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়েছে, আগামী বছর কোপেনহাগেন সম্মেলনে জলবায়ু পরিবর্তন ঠেকাতে সকলকে একমত হতে হবে৷

https://p.dw.com/p/FFgK
জলবায়ু পরিবর্তন ঠেকাতে সকলকে একমত হতে হবে (ফাইল ফটো)ছবি: AP

এ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের বার্তা সংস্থা ইউএনবির প্রধান প্রতিবেদক শামিম আহমেদ৷ ডয়েচে ভেলেকে তিনি জানালেন, লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি ভবনে বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার এবং বাংলাদেশের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এক ঘোষণাপত্র প্রণয়ন করেছেন৷

ঘোষণাপত্রে বলা হয়েছে, গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমাতে উন্নত দেশগুলোর বড় ধরনের পদক্ষেপই কেবল যথেষ্ট নয়৷ এর আগে ইন্দোনেশিয়ার বালি সম্মেলনের কর্মপরিকল্পনা অনুসারে উন্নয়নশীল দেশগুলোরও কিছু ভূমিকা রাখা প্রয়োজন৷ কারণ উন্নয়নশীল দেশগুলোর নিজেদের মধ্যে অনেক বৃহত্‌ অর্থনীতির দেশগুলোর সঙ্গে অন্য দেশগুলোর যথেষ্ট পার্থক্য রয়েছে৷

শামিম আহমদে জানান, এই অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা প্রদর্শন করা হয়৷