1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে দক্ষ নারী জেলে

১৩ নভেম্বর ২০১৮

পুরুষপ্রধান পেশায় নারীদের প্রবেশ চিরকালই কঠিন ছিল৷ তবে সেই প্রতিরোধ উপেক্ষা করে নারীরা বারবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন৷ জাপানে জেলেদের জগতেও নারীরা সেই অধিকার আদায় করে নিচ্ছেন৷

https://p.dw.com/p/388Rx
Kenia dried fish - Dagaa - from Lake Victoria
ছবি: DW/T. Mwadzaya

ইয়ুমি স্বপ্নেও ভাবেননি যে তাঁকে এক সপ্তাহান্তেরও বেশি সময় এই প্রত্যন্ত উপকূলবর্তী শহরে কাটাতে হবে৷ কারণ, কিছুকাল আগে পর্যন্তও তিনি প্রায় ৫ ঘণ্টা দূরে টোকিও শহরে তথ্যপ্রযুক্তি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন৷ ইয়ুমি বলেন, ‘‘প্রথমবার যখন এখানে এসেছিলাম, তখন গ্রামগুলি দেখে ভয়ানক লেগেছিল৷ চারিদিকে অন্ধকার, বৃষ্টি হচ্ছিল, বেশিরভাগ বাড়িই খালি ছিল৷''

জেলের পেশায় নারীদের প্রবেশ

তাঁর প্রকল্প সত্যি বিশাল চ্যালেঞ্জে ভরা৷ তিনি প্রায় মৃত এইসব গ্রামকে আবার সতেজ করে তুলতে চান৷ বিশেষ করে জেলেদের জীবনযাত্রাকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে চান৷ কারণ, জাপানে তরুণ প্রজন্ম আরো বেশি করে শহরাঞ্চলে চলে যাচ্ছে৷ ফলে এইসব জায়গায় জন্মের হার কমে চলেছে৷ ইয়ুমি ভাবলেন, যেখানে পুরুষের সংখ্যা কম, সেখানে নারীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সমুদ্রে পাঠালে কেমন হয়? কিন্তু সেই আইডিয়া এখানকার মানুষের মোটেই পছন্দ হয়নি৷ অনেকে মনে করেন, মাছ ধরা পুরুষদের কাজ৷ এর জন্য শক্তি লাগে, তাছাড়া এটাই ঐতিহ্য৷ আরো অনেক রীতিনীতির ক্ষেত্রেও নারীদের অংশ নেওয়া নিষিদ্ধ৷

জাপানে, বিশেষ করে গ্রামাঞ্চলে নারী-পুরুষের সমানাধিকারের বিষয়টি অনেকের কাছেই অজানা৷ ইউমি দ্রুত তার কারণ জানতে পেরেছিলেন৷ ইয়ুমি বলেন, ‘‘আমরা বয়স্ক মানুষ ও তাঁদের মূল্যবোধকে অত্যন্ত শ্রদ্ধা করি৷ কিন্তু অন্য জায়গার মতো এখানেও তাঁদের চিন্তাভাবনা বেশিদিন খাটবে না৷ তাঁরা নারীদের সরাসরি হেয় না করলেও পুরুষরা বেশি শক্তিশালী – এমন বিশ্বাস প্রচলিত রয়েছে৷''

পুরুষতান্ত্রিক সমাজে সমস্যা

ইয়ুমি কিন্তু হাল ছাড়েননি৷ এখন এমনকি বয়স্কজেলেরাও তাঁর সঙ্গে কথা বলেন৷ প্রথম শিক্ষানবিশও পাওয়া গেছে৷ তাঁর নাম রিমি৷ এখানেই তাঁর জন্ম৷ শিশু বয়স থেকেই তিনি জেলে হতে চেয়েছিলেন৷ গ্রামে এই ব্যবসা পুরুষতান্ত্রিক হওয়া সত্ত্বেও তিনি কখনো দমে যাননি৷ শিক্ষানবিশ জেলে হিসেবে রিমি বলেন, ‘‘সমুদ্র ও মাছ খুব ভালোবাসি৷ মেয়েদের জন্য বরাদ্দ কাজের বদলে সারা জীবন শারীরিক কসরত করেছি, সক্রিয় থেকেছি৷''

এমনকি যেসব নারী মাছের দামের উপর নজর রাখেন, তাঁরাও ধর্মীয় বিশ্বাসের কারণে তাঁর বিরোধিতা করেছেন৷ তাঁদের মতে, নারীরা শুদ্ধ নয়, প্রতি মাসে তাদের ঋতুস্রাব হয়৷ তারা পানিতে গেলে সমুদ্রের দেবী বেন্টেন রুষ্ট হন৷ পুরানের কাহিনি অনুযায়ী, সেই দেবী শুধু পুরুষদের পানির উপর দেখতে চান৷ ফলে স্থানীয় মানুষের বিশ্বাস, মাছ আসলে পবিত্র এবং মাছ ধরা বিপজ্জনক কাজ৷ তাছাড়া নারীরা সমুদ্রে গেলে সমুদ্রের দেবী অত্যন্ত খামখেয়ালী ও ঈর্ষাপ্রবণ হয়ে ওঠেন৷ তাই মানুষ তাঁকে নৌকায় তুলতে পারে না৷

রিমির বাবাও একেবারেই চাননি যে মেয়ে সমুদ্রে পাড়ি দিক৷ তিনি জাপানি ভাষায় ‘আকানে' বলে দিয়েছিলেন৷ অর্থাৎ ‘ব্যস, কোনো তর্ক নয়'৷ তা-ও পানির কাছে থাকতে রিমি বছরের পর বছর ধরে বন্দরে এসে ছিপ দিয়ে মাছ ধরেছেন৷ রিমি বলেন, ‘‘প্রতিদিন চিৎকার শুনতে পেতাম, এত অহংকারী হয়ো না৷ ভেবো না নারী বলে আমরা তোমার প্রতি ভালো আচরণ করছি৷ আমাদের অবহেলা করো না৷ সেটা আমার জন্য কঠিন ছিল৷''

ধৈর্য্যের সুফল

অনেক বছর এমনভাবে কেটে গেল৷ প্রতিদিন সকালে পুরুষরা সমুদ্রে পাড়ি দিতো, তিনি একা পেছনে থেকে যেতেন৷ তারপর টোকিও থেকে ইয়ুমি সেখানে এলেন৷ তিনি রিমিকে জেলে হিসেবে প্রশিক্ষণের প্রস্তাব দিলেন৷ রিমি ‘হ্যাঁ' বলতে দেরি করেননি৷ তখন থেকে তিনি নিজের পূর্বপুরুষদের পেশা গ্রহণ করে ইয়ুমির পাশে থেকে প্রশিক্ষণ নিচ্ছেন৷ বিশাল জাল থেকে হাতে করে মাছ বেছে নিচ্ছেন৷

মাছ ধরার কাজ শুরু করতে ইয়ুমির বেশ সময় লেগেছে৷ তাঁর তো কোনো মৌলিক প্রশিক্ষণ ছিল না৷ তদিন পর্যন্ত শেখার স্বার্থে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন৷ ইয়ুমি বলেন, ‘‘নৌকায় কী ঘটছে, প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমাকে তা জানতে হয়৷ আমাকে সেই জায়গার বাস্তব সম্পর্কে জেনে তবেই গ্রামাঞ্চলে মৎসশিল্পের উন্নতি ও তাকে ভবিষ্যতের উপযোগী করে তোলার কথা ভাবতে হয়৷''

জেলেরাও দ্রুত বুঝে গেলেন যে,নারীরা সত্যি তাঁদের সাহায্য করতে পারেন৷ তখন থেকে ক্যাপ্টেন সমুদ্রের দেবীর কাহিনির ভিন্ন ব্যাখ্যা শুরু করলেন৷ তিনি বলেন, ‘‘এই দেবী নিজেও তো নারী৷ তাহলে কেন অন্য নারীদের বিরোধিতা করতে যাবেন?''

অবশেষে তিনি সেই অনুমতি দিলেন, যাকে স্থানীয় জেলেরা অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন৷ তিনি নারীদের সঙ্গে মিলে সমুদ্রের দেবীর বন্দনা শুরু করেছেন৷ সেই দেবীরও তাতে কোনো সমস্যা হচ্ছে না বলেই মনে হচ্ছে৷ সকালে অনেক মাছ ধরা পড়েছে, সমুদ্রও শান্ত ছিল৷

আনেটে ডিটার্ট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান