1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির অলিম্পিক দল ঘোষণা, ইংল্যান্ডে ব্যাকহাম বিতর্ক

৫ জুলাই ২০১২

লন্ডনে অনুষ্ঠিতব্য সামার অলিম্পিকের ২৬টি ইভেন্টের মধ্যে ২৩টিতে অংশ নেবেন জার্মান ক্রীড়াবিদরা৷ ইতিমধ্যে জার্মান অলিম্পিক কমিটি এই আসরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে, যাদের লক্ষ্য হচ্ছে গতবারের চেয়ে উন্নতি করা৷

https://p.dw.com/p/15RUf
ছবি: Alexey Filippov/RIA Novosti

বেইজিং অলিম্পিকে সামগ্রিকভাবে জার্মানির অবস্থান ছিল পঞ্চম৷ এবার এই অবস্থানের আরো উন্নতি করতে চাইছে জার্মানরা৷ তবে চলতি অলিম্পিক টিম অন্যান্যবারের চেয়ে আকারে ছোট৷ জার্মান অলিম্পিক স্পোর্টস ফেডারেশন (ডিওএসবি) লন্ডন অলিম্পিকের জন্য ৩৮৯ জন ক্রীড়াবিদের নাম ঘোষণা করেছে৷ আরো ১৫ জন যোগ দিতে পারে এই দলে৷ এছাড়া মূল অলিম্পিক দলের সঙ্গে থাকবেন প্রশিক্ষক, চিকিৎসকসহ ২৭৯ ব্যক্তি৷

বলাবাহুল্য, বেইজিং অলিম্পিকে জার্মান দলে শুধু ক্রীড়াবিদের সংখ্যা ছিল ৪৪০ জন৷ সেই আসরে জার্মান দল ১৬টি স্বর্ণ, ১০টি রৌপ্য এবং ১৫টি তামার পদক জয় করে৷

চলতি আসরে জার্মান দলের সামনে অনেকগুলো পদক জয়ের সম্ভাবনা রয়েছে৷ সর্বশেষ ইউরোপীয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশীপেও জার্মান দল ভালো ফলাফল করেছে৷ যদিও পদকের তালিকায় তাদের খুব কাছেই ছিল রাশিয়া এবং ফ্রান্সের অবস্থান৷ বর্তমান দলে রয়েছেন জাভেলিন'এ বিশ্বজয়ী মাথিয়াস ডি জোরডো, হাই-জাম্পার আরিয়ানা ফ্রিডরিশ, শট-পুটার রাল্ফ বার্টেলস'এর মতো তারকারা৷ এদের সবারই স্বর্ণপদক জয়ের সম্ভাবনা রয়েছে৷

David Beckham England Fußball Flash-Galerie
ডেভিড ব্যাকহামছবি: picture-alliance/dpa

প্রসঙ্গত, লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে ২৭ জুলাই৷ উদ্বোধনের দু'দিন পরে শুরু হচ্ছে ফুটবল প্রতিযোগিতা৷ ব্রিটেনে অবশ্য সেদেশের ফুটবল তারকা ডেভিড ব্যাকহাম'কে নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে৷ অলিম্পিক ফুটবল দল থেকে বাদ পড়েছেন ব্যাকহাম৷ ইতিমধ্যে সেদলের কোচ স্টুয়ার্ট পিয়ার্স আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এ তথ্য৷ তবে কোচের এই সিদ্ধান্ত নিজের হতাশা প্রকাশ করেছেন ব্যাকহাম৷ শুধু তিনি নন, ব্রিটিশ অলিম্পিক কমিটির উপরের সারির কয়েক সদস্যও তারকা এই ফুটবলারকে বাদ দেওয়ায় সন্তুষ্ট নন৷ বিশেষ করে যখন, ব্যাকহামের রয়েছে ব্যাপক আন্তর্জাতিক খ্যাতি৷

ব্যাকহাম'এর অনুপস্থিতি অলিম্পিকের টিকিট বিক্রির উপরও প্রভাব ফেলছে৷ বিভিন্ন ইভেন্টের টিকিট বিক্রি ভালো হলেও ফুটবলের ক্ষেত্রে এখনো অনেক টিকিট বিক্রি হয় নি৷ ধারনা করা হচ্ছে, ব্যাকহাম ইংলিশ দলে থাকলে ফুটবল ম্যাচগুলোর টিকিট বিক্রির পরিমাণও অনেক বেড়ে যেত৷ অবশ্য, এই তারকা দলে না থাকায় বিভিন্ন দেশের তরুণ খেলোয়াড়রা মিডিয়ার নজর কাড়বে, এমন মন্তব্যও করেছেন বিশ্লেষকরা৷

এআই / ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য