জার্মানির উপর মার্কিন নজরদারি
২ জুলাই ২০১৫উইকিলিক্স তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্টেও জার্মানির উপর মার্কিন গোয়েন্দাগিরি সংক্রান্ত তাদের সাম্প্রতিক দাবি প্রকাশ করেছে৷
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সংস্থার জার্মানি শাখার প্রধান ক্রিস্টিয়ান মিয়র এই গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার জন্য উইকিলিক্স-কে ধন্যবাদ জানিয়েছেন৷
এনএসএ-র গোয়েন্দাগিরি সম্পর্কে জানাজানি হবার পর ফ্রান্স যা করেছিল, জার্মানিও কি তাই করবে? এই প্রশ্ন তুলেছেন আনে রোট৷
জার্মানির মতো বন্ধু দেশের উপর গোয়েন্দাগিরি চালানোর সপক্ষে কোনো যুক্তি আছে কি? অ্যাডাম নাথান লিখেছেন, গ্রিক সংকট নিয়ে ম্যার্কেল যখন ভাবনাচিন্তা করছেন, তখন স্থিতিশীলতা নিয়ে ঝুঁকির প্রেক্ষাপটে এতে বিস্ময়ের কোনো কারণ নেই৷
উইকিলিক্স-এ আরও খবর ফাঁস হয়ে যাবার ফলে এনএসএ-র জন্য বিষয়টি বেশ লজ্জাজনক হয়ে উঠছে বলে মনে করেন নিকোলাস উইভার৷
জার্মানির উপর এনএসএ-র গোয়েন্দাগিরি সংক্রান্ত বিষয়টি বেশ কিছুকাল ধরে জার্মান রাজনীতি জগতে আলোড়ন তুলছে৷ উইকিলিক্স-এর সাম্প্রতিকতম দাবির আগেই তাই এই বিষয়ে তৎপরতা শুরু হয়ে গেছে৷ শন হল্মগ্রেন এই প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে, বুধবারই জার্মান সরকার তদন্ত শুরু করে দিয়েছে৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ