জিকার সঙ্গে স্নায়ুরোগের যোগসূত্র
১ মার্চ ২০১৬বিজ্ঞানীরা মঙ্গলবার জানিয়েছেন, জিকা ভাইরাসের সঙ্গে সম্ভবত বিরল এক স্নায়বিক রোগের সম্পর্ক আছে৷ ধারণা করা হচ্ছে, মশাবাহিত রোগ জিকা যেসব অঞ্চলে ছড়িয়েছে সেসব অঞ্চলে স্নায়ুর রোগে আক্রান্ত মানুষের সংখ্যা হঠাৎ করে বেড়ে যেতে পারে৷
২০১৩ এবং ২০১৪ সালে ফ্রেঞ্চ পলিনেশিয়ায় জিকা ভাইরাস ছড়িয়েছিল৷ সেসময়ের তথ্য বিশ্লেষণ করে ফরাসি বিজ্ঞানীরা জিবিএস বেড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন৷ জিবিএস হলে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে৷
চিকিৎসা সাময়িকী ‘দ্য ল্যাসেট'-এ বিজ্ঞানীদের এই গবেষণা প্রকাশ হয়েছে৷ তাঁরা ফ্রেঞ্চ পলিনেশিয়ার ৪২ জন রোগীকে নিয়ে কাজ করেছেন, যাঁদের ২০১৩ এবং ২০১৪ সালে জিবিএস হয়েছিল৷ দেখা যায়, তাঁদের প্রত্যেকে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং ৯৩ শতাংশের জিকা হওয়ার তিনমাসের মধ্যেই জিবিএস ধরা পড়েছিল৷
ফরাসি বিজ্ঞানী আর্নো ফন্তানে জানান, জিকার সঙ্গে জিবিএস-এর সম্পর্কটা এতটাই শক্ত যে ফুসফুসে ক্যানসারের সঙ্গে তামাকের সম্পর্কের সাথে তার তুলনা চলে৷
সাধারণত জিবিএস বা ‘গিয়াঁ-বারে সিনড্রোম'-এ আক্রান্তদের মধ্যে পাঁচ শতাংশের মৃত্যু হয়৷ তবে অনেকে কয়েকসপ্তাহ বা কয়েকমাস পর্যন্ত মারাত্মক অসুস্থ থাকেন৷ ফন্তানে বলেন, জিকা মহামারীতে আক্রান্ত এলাকাগুলোতে ‘ইনটেনসিভ কেয়ারের' সংখ্যা বাড়ানোর বিষয়টি আমাদের বিবেচনা করা উচিত৷
প্রসঙ্গত, বিজ্ঞানীরা ইতোমধ্যে জিকার সঙ্গে মাইক্রোসেফেলির, যার ফলে শিশুর মাথার আকার অস্বাভাবিক এবং ছোট হয়, সম্পর্ক খুঁজে পেয়েছেন৷ ব্রাজিলে গত অক্টোবর থেকে এখন অবধি ছয়'শ শিশুর জন্ম হয়েছে, যাদের মাথা স্বাভাবিকের তুলনায় ছোট৷ জিকার সঙ্গে অন্যান্য রোগের এই সম্পর্কের লক্ষণ প্রকাশ হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মধ্যেই আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে৷
এআই/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)