1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিপাইমুখ বাধ নিয়ে সরকারের নীরবতার সমালোচনা খালেদার

২৩ নভেম্বর ২০১১

খালেদা জিয়া বলেছেন, এই সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে৷ আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনৈতিক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব৷

https://p.dw.com/p/13Ew4
BNP chairperson Khaleda Zia at an election rally of four party alliances at the Jimkhana ground in Narayanganj. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’this photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
বেগম খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

ঢাকার অদূরে ধামরাইয়ে এক জনসভায় বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ভারতে টিপাইমুখ বাধ নির্মাণ হলে বাংলাদেশের সিলেট অঞ্চলের ফসল এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হবে৷ অথচ এ ব্যাপারে বর্তমান সরকার নীরবতা পালন করছে, বলেন তিনি৷ এছাড়া তিনি সরকারকে এই বাঁধের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার প্রতিবাদ জানালে বিরোধী দল সরকারকে সহায়তা করবে৷

খালেদা জিয়া দাবি করেন, এই সরকারকে হটানো ছাড়া দেশের মানুষের মুক্তি নেই৷ তাই এই সরকারকে হটিয়েই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে৷

অন্যদিকে ঢাকায় এক দলীয় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনৈতিক সরকারের অধীনে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব - তা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ৷ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন তার প্রমাণ৷ তাই আগামীতেও এরকমই নির্বাচন হবে৷

ওদিকে তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় এফবিআই প্রতিনিধির সাক্ষ্য দেয়াকে বিএনপি যে ভাড়াটে সাক্ষী বলেছে, তার সমালোচনা করেন সৈয়দ আশরাফ৷ তিনি বলেন, মার্কিন সরকার এফবিআই প্রতিনিধিকে ভাড়ায় পাঠিয়েছে - এমন চিন্তা হাস্যকর৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য