টিপাইমুখ বাধ নিয়ে সরকারের নীরবতার সমালোচনা খালেদার
২৩ নভেম্বর ২০১১ঢাকার অদূরে ধামরাইয়ে এক জনসভায় বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ভারতে টিপাইমুখ বাধ নির্মাণ হলে বাংলাদেশের সিলেট অঞ্চলের ফসল এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হবে৷ অথচ এ ব্যাপারে বর্তমান সরকার নীরবতা পালন করছে, বলেন তিনি৷ এছাড়া তিনি সরকারকে এই বাঁধের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার প্রতিবাদ জানালে বিরোধী দল সরকারকে সহায়তা করবে৷
খালেদা জিয়া দাবি করেন, এই সরকারকে হটানো ছাড়া দেশের মানুষের মুক্তি নেই৷ তাই এই সরকারকে হটিয়েই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে৷
অন্যদিকে ঢাকায় এক দলীয় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনৈতিক সরকারের অধীনে যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব - তা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ৷ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন তার প্রমাণ৷ তাই আগামীতেও এরকমই নির্বাচন হবে৷
ওদিকে তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় এফবিআই প্রতিনিধির সাক্ষ্য দেয়াকে বিএনপি যে ভাড়াটে সাক্ষী বলেছে, তার সমালোচনা করেন সৈয়দ আশরাফ৷ তিনি বলেন, মার্কিন সরকার এফবিআই প্রতিনিধিকে ভাড়ায় পাঠিয়েছে - এমন চিন্তা হাস্যকর৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ