1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিজেলগেট কেলেঙ্কারি: ক্ষতিপূরণ পাবেন গাড়ির মালিক

২৫ মে ২০২০

জার্মানির গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফল্কস ভাগেনকে আদালত বলেছে, ক্রেতাদের কাছ থেকে গাড়ি ফিরিয়ে নিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

https://p.dw.com/p/3cjiy
ফল্কস ভাগেনকে আদালত বলেছে, ক্রেতাদের কাছ থেকে গাড়ি ফিরিয়ে নিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে হবে
ছবি: picture alliance/dpa/J. Stratenschulte

কার্বন নিঃসরণের মাত্রা কম দেখানোর জন্য গাড়িতে বিশেষ ধরনের সফটওয়্যার যুক্ত করেছিল ফল্কস ভাগেন। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ২০১৪ সালে তা জেনে ফেলায় মামলা হয়েছিল জার্মান প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। পরে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের ক্রেতাদের সঙ্গে মোট ২৩০০ কোটি ডলারের বিনিময়ে মামলা নিষ্পত্তি করে নিতে রাজি হয় ফল্কস ভাগেন। এবার জার্মান ক্রেতাদেরও ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত হলো। সম্প্রতি প্রতিষ্ঠানটি জার্মানির দুই লাখ ৩৫ হাজার ক্রেতাকে ৮৩ কোটি ইউরোর বিনিময়ে সমঝোতার প্রস্তাব দিয়েছিল।

সোমবার জার্মানির কেন্দ্রীয় আদালত এক রায়ে বলেছে, গাড়িতে সফটওয়্যার ব্যবহার করে প্রতারণার আশ্রয় নেয়ায় ক্ষতিপূরণ দিতে হবে ফল্কস ভাগেনকে। রায়ে আরো বলা হয়, গাড়ি ফেরত দিলে মালিকদের আংশিক দাম ফেরত দিতে হবে। ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্য টাকার অংক গাড়িটির মাইলেজের অনুপাতে হবে বলেও জানিয়েছে আদালত। এর ফলে জার্মানিতে 'ডিজেল গেট কেলেঙ্কারি'র প্রথম কোনো মামলার রায় হলো। মামলার রায় ফল্কস ভাগেনের বিপক্ষে যাওয়ায় কার্বন নিঃসরণ কম দেখানোর জন্য তৈরি সফটওয়্যারযুক্ত গাড়ি কেনা অন্যদের ক্ষতিপূরণ প্রাপ্তির পথ তৈরি হলো।

ক্রিস্টি প্লাডসন/ এ সি বি