1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাম বাড়ার প্রতিক্রিয়া

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ জানুয়ারি ২০১৩

জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত হবে কৃষক৷ এই কারণে বোরো ধানের উৎপাদন ব্যাহত হতে পারে৷ কারণ এই ধান পুরোপুরি সেচ নির্ভর৷ আর সেচের জন্য পাম্ম চালাতে ডিজেলের কোন বিকল্প নেই৷

https://p.dw.com/p/17EYo
ছবি: DW

কৃষি অথনীতিবিদ মাহবুব হোসেন মনে করেন, কৃষক নতুন করে লোকসানের মুখোমুখি হওয়া মানে মরার ওপর খাড়ার ঘা৷

দেশের উত্তরাঞ্চলে বোরো ধানের চাষ সেচ নির্ভর৷ এই সেচ দেয়া হয় ডিজেল চালিত নলকূপ দিয়ে৷ এমনিতেই ডিজেলের দাম বাড়তি থাকায় তারা লোকসান গুনছিলেন৷ এবার নতুন করে আবারো লিটারে ৭ টাকা করে ডিজেলের দাম বাড়ায় তাদের মাথায় হাত পড়েছে৷

তারা এখন বুঝে উঠতে পারছেন না বোরো ধান কিভাবে চাষ করবেন৷ হয়তে শেষ পর্যন্ত তাদের চাষ বন্ধ রাখতে হবে ৷ নয়তো নতুন করে লোকসান আর ঋণের ফাঁদে পড়তে হবে৷

কৃষি অর্থনীতিবিদ মাহবুব হোসেন কৃষকদের জন্য এই পরিস্থিতিকে খুব কঠিন মনে করেন৷ তার মতে যেখানে মোট চাহিদার বড় একটি অংশ আসে বোরো ধান থেকে সেখানে ডিজেলের দাম বাড়ায় নেতিবাচক প্রতিক্রিয়া পড়তে বাধ্য৷

তিনি বলেন, বাংলাদেশে কৃষকদের সংখা অনেক হলেও তারা সংগঠিত নয়৷ তাই বার বার তাদের ওপরই চাপ পড়ে৷ তারাই ক্ষতির শিকার হন৷

বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব বলে দাবি করলেও সরকার বারবার ডিজেলের দাম বাড়িয়ে তার উল্টো প্রমাণ দিচ্ছে৷ সাধারণ মানুষ মনে করেন এর চাপ শুধু কৃষক নয় সাধারণ মানুষকেও বইতে হচ্ছে৷

আর এই জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি'র নেতৃত্বে ১৮ দল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য