বাকস্বাধীনতা অ্যাওয়ার্ড পেলেন জিবাকালাম
৩ মে ২০১৮জিবাকালাম বলেন, ‘‘আমার মনে হয় আমার অপরাধ হচ্ছে, ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে আমি একটি রাজনৈতিক মতামত রেখেছিলাম, যেটা সরকারের মতের বিরুদ্ধে ছিল৷''
তেহরান বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জিবাকালামকে এ বছরের ১৩ই এপ্রিল ১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়৷ তারপর তিনি সর্বোচ্চ বিচারক সাদেঘ লারিজানিকে লিখিত একটি পত্রে অভিযোগ করেছেন যে, আদালত আসামি পক্ষের সব যুক্তি উপেক্ষা করেছেন এবং শুধুমাত্র ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে মতপার্থক্যের কারণে তাঁকে দণ্ড দেওয়া হয়েছে৷
জিবাকালাম ডয়চে ভেলের ফার্সি বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানে সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভ সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তার জন্যই তাঁকে দণ্ড দেওয়া হয়৷
তিনি তাঁর পত্রের শেষে মন্তব্য করেছেন, ‘‘নিষ্ঠুর সত্য হলো এই যে, ভিন্নমত পোষণ করাটা একটি দণ্ডনীয় রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হয়৷''
আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জিবাকালাম৷
কে এই জিবাকালাম?
সাদেঘ জিবাকালাম ১৯৪৮ সালে তেহরানে জন্মগ্রহণ করেন৷ তাঁকে ইরানের বিশিষ্টতম বুদ্ধিজীবী ও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে গণ্য করা হয়৷
সংস্কার সমর্থক ও নিওলিবারাল মনোবৃত্তির চিন্তাবিদ জিবাকালাম গোঁড়া সরকারপন্থিদের সঙ্গে প্রায়ই বিতর্কে লিপ্ত হয়ে থাকেন৷ অতীতে তিনি অভ্যন্তরীণ ও বিদেশনীতির বিভিন্ন প্রশ্নে সরকারের অবস্থান সম্পর্কে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, যেমন ইরানের আণবিক কর্মসূচির ব্যাপারে৷
ফার্সি ভাষায় লিখিত তাঁর একাধিক বই ইরানে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে, যেমন ‘‘আমরা কীভাবে এমন হলাম'', ‘‘অকৃত্রিম হাশেমি'', ‘‘ঐতিহ্য ও আধুনিকতা'' কিংবা ‘‘ইসলামি বিপ্লবের উপক্রমণিকা''৷
শাহের আমলে কারাবন্দি
জিবাকালাম ইংল্যান্ডের হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন৷ তারপর তিনি ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ে ঐ একই বিষয় নিয়ে ডক্টরেটের পড়াশুনা শুরু করলেও, শেষমেষ তা সমাপ্ত করতে পারেননি৷ কারণ ১৯৭৪ সালে তিনি যখন দেশে গিয়েছিলেন তখন তাঁকে গ্রেপ্তার ও তিন বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়৷
শাহের গোয়েন্দা পুলিশ জিবাকালামকে গ্রেপ্তার করে৷ পাহলভি প্রশাসনের তরফ থেকে তাঁর বিরুদ্ধে ‘‘রাষ্ট্রবিরোধী অন্তর্ঘাত'' ও ‘‘অপপ্রচারের'' অভিযোগ আনা হয়৷
ইসলামি বিপ্লবের পর জিবাকালাম ১৯৮৪ সালে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করেন ও ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের শান্তি কেন্দ্র থেকে স্নাতকোত্তর এবং ডক্টর উপাধি লাভ করেন৷
১৯৯০ সালে তেহরানে ফিরে, তার ঠিক দু'বছর পরে তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ শুরু করেন৷
সেই থেকে জিবাকালাম নিয়মিতভাবে বিবিসি ও আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ভাষ্যকার হিসেবে অবতীর্ণ হয়েছেন ও সাক্ষাৎকার প্রদান করেছেন৷
সংসদীয় নির্বাচনে প্রার্থী
২০০০ সালে সাদেঘ জিবাকালাম উত্তর-পশ্চিম ইরানের জনিয়ান শহর থেকে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ইরানের প্রহরী পরিষদ তাঁর অংশগ্রহণকে অবৈধ বলে ঘোষণা করে৷
জামশিদ বার্জেগর/এসি