1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকার প্রেক্ষাগৃহে ভারতের ছবি, দর্শক নেই

২৫ ডিসেম্বর ২০১১

চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতিবাদ সত্ত্বেও বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন চলছে ভারতীয় ছবি৷ শুক্রবার থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি সিনেমা হলে ‘জোর’ নামের একটি ছবি দেখানো শুরু হয়েছে৷

https://p.dw.com/p/13Z3w
ভারতের চলচ্চিত্রের এমন প্রসার দেখা যাবে বাংলাদেশের প্রেক্ষাগৃহতেওছবি: AP

পশ্চিমবঙ্গের নির্মাতা স্বপন সাহা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন জিত ও কোয়েল মল্লিক৷ তবে বাংলা দৈনিক ‘প্রথম আলো'র এক প্রতিবেদনে জানানো হয়েছে, হলগুলোতে দর্শকের উপস্থিতি ছিল খুব কম৷ অত্যধিক শীত এর কারণ বলে জানিয়েছেন প্রদর্শকরা৷ এছাড়া ভবিষ্যতে যখন হিন্দি ছবি দেখানো হবে তখন দর্শকদের আরও সাড়া পাওয়া যাবে বলে আশা করছেন তারা৷ হল মালিকরা বলছেন, টিকে থাকার জন্য তারা ভারতীয় ছবি দেখাচ্ছেন৷ একজন মালিক জানান, দিনের পর দিন মন্দা বাণিজ্যের কারণে ১,৪৩৫টি সিনেমা হলের মধ্যে এখন রয়েছে মাত্র ৬০৮টি৷

অন্যদিকে, চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছেন৷ তাঁরা বলেছেন, ভারতীয় ছবি প্রদর্শন দেশি চলচ্চিত্র ও সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ৷ চলচ্চিত্র একতা পরিষদের আহ্বায়ক ও অভিনয়শিল্পী মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা বলেন, যারা ভারতীয় চলচ্চিত্র এনেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের ধ্বংসের ষড়যন্ত্রের দায়ে তাদের শাস্তি হওয়া উচিত৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য