ঢাকার প্রেক্ষাগৃহে ভারতের ছবি, দর্শক নেই
২৫ ডিসেম্বর ২০১১পশ্চিমবঙ্গের নির্মাতা স্বপন সাহা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন জিত ও কোয়েল মল্লিক৷ তবে বাংলা দৈনিক ‘প্রথম আলো'র এক প্রতিবেদনে জানানো হয়েছে, হলগুলোতে দর্শকের উপস্থিতি ছিল খুব কম৷ অত্যধিক শীত এর কারণ বলে জানিয়েছেন প্রদর্শকরা৷ এছাড়া ভবিষ্যতে যখন হিন্দি ছবি দেখানো হবে তখন দর্শকদের আরও সাড়া পাওয়া যাবে বলে আশা করছেন তারা৷ হল মালিকরা বলছেন, টিকে থাকার জন্য তারা ভারতীয় ছবি দেখাচ্ছেন৷ একজন মালিক জানান, দিনের পর দিন মন্দা বাণিজ্যের কারণে ১,৪৩৫টি সিনেমা হলের মধ্যে এখন রয়েছে মাত্র ৬০৮টি৷
অন্যদিকে, চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছেন৷ তাঁরা বলেছেন, ভারতীয় ছবি প্রদর্শন দেশি চলচ্চিত্র ও সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ৷ চলচ্চিত্র একতা পরিষদের আহ্বায়ক ও অভিনয়শিল্পী মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা বলেন, যারা ভারতীয় চলচ্চিত্র এনেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের ধ্বংসের ষড়যন্ত্রের দায়ে তাদের শাস্তি হওয়া উচিত৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম