1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডে অভিনয়ের ইচ্ছা বিশ্ব রেকর্ডধারী আমগের

১৭ ডিসেম্বর ২০১১

বিশ্বের সবচেয়ে ছোট নারী হিসেবে স্বীকৃতি পেলেন ভারতের এক বিদ্যালয় ছাত্রী৷ শুক্রবার ১৮ বছরে পা দিয়েছেন তিনি৷ তাঁর ইচ্ছা ভবিষ্যতে বলিউডের তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার৷ এছাড়া উচ্চ শিক্ষার দিকেও রয়েছে তাঁর ঝোঁক৷

https://p.dw.com/p/13Uin
এমনই ছোট আমগেছবি: picture-alliance/dpa

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে বাস বিশ্বের সবচেয়ে ছোট এই মেয়েটির৷ নাম জ্যোতি আমগে৷ এখন তাঁর উচ্চতা ৬২.৮ সেন্টিমিটার বা ২৪.৭ ইঞ্চি৷ সাধারণত দুই বছর বয়সের একটি শিশু যতোটুকু লম্বা হয় তার চেয়েও ছোট বিশ্ব রেকর্ডধারী এই আমগে৷ গত সেপ্টেম্বর পর্যন্ত এই রেকর্ডের অধিকারী ছিলেন ২২ বছর বয়সি মার্কিন তরুণী ব্রিজেট জর্ডান৷ আমগে তাঁর চেয়ে সাত সেন্টিমিটার ছোট৷

সম্প্রতি নাগপুর গিয়ে তাঁর উচ্চতা পরিমাপ করার পরই তাঁকে এই স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ৷ গিনেস বিচারক রব মলয় বলেন, ‘‘শুধুমাত্র উচ্চতাই নয় বরং আরো বিভিন্ন দিকেও লক্ষ্য রাখার ক্ষেত্রে আমরা উৎসাহ পেয়েছি জ্যোতির কাছ থেকে৷'' আরো মজার বিষয় হলো, জ্যোতি আমগের এটিই প্রথম বিশ্ব রেকর্ড নয়৷ বরং তিনি গত শুক্রবার পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট টিনএজার হিসেবে রেকর্ডধারী ছিলেন৷ তবে ১৮ বছরে পা দেওয়ার পর তিনি নতুন রেকর্ড গড়লেন৷ গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই বছরে আমগের উচ্চতা বেড়েছে এক সেন্টিমিটারেরও কম৷ আর বিশ্ব রেকর্ডধারী টিনএজার হিসেবে ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার জাপান এবং ইটালি ঘুরে এসেছেন গিনেস কর্তৃপক্ষের উদ্যোগে৷

Jyoti Amge aus Indien
ছোট হলেও অখুশি নন আমগেছবি: picture-alliance/dpa

আমগের ১৮তম জন্মদিনে গিনেস কর্তৃপক্ষ তাঁর হাতে তুলে দিয়েছেন বিশ্ব রেকর্ডের স্বীকৃতির পদক৷ জন্মদিনে উপহার পাওয়া চমৎকার একটি শাড়ি পরেছিলেন আমগে৷ বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পাওয়ার পর আনন্দাশ্রু দেখা গেছে আমগের চোখে৷ তিনি জানান, এতোটা ছোট হওয়ায় এবং তার স্বীকৃতি পাওয়ায় তিনি কৃতজ্ঞ৷

তিনি বলেন, ‘‘আমি নাগপুরকে পৃথিবীর মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে তুলে ধরতে পেরেছি৷ এখন মানুষ জানবে কোথায় এই শহরটি৷'' এ বছরই বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যাচ্ছেন আমগে৷ তাই তাঁর ইচ্ছা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন৷ এছাড়া ভবিষ্যতে বলিউডের অভিনয় শিল্পী হিসেবে খ্যাতি কুড়াতে চান জ্যোতি আমগে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য