বলিউডে অভিনয়ের ইচ্ছা বিশ্ব রেকর্ডধারী আমগের
১৭ ডিসেম্বর ২০১১ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে বাস বিশ্বের সবচেয়ে ছোট এই মেয়েটির৷ নাম জ্যোতি আমগে৷ এখন তাঁর উচ্চতা ৬২.৮ সেন্টিমিটার বা ২৪.৭ ইঞ্চি৷ সাধারণত দুই বছর বয়সের একটি শিশু যতোটুকু লম্বা হয় তার চেয়েও ছোট বিশ্ব রেকর্ডধারী এই আমগে৷ গত সেপ্টেম্বর পর্যন্ত এই রেকর্ডের অধিকারী ছিলেন ২২ বছর বয়সি মার্কিন তরুণী ব্রিজেট জর্ডান৷ আমগে তাঁর চেয়ে সাত সেন্টিমিটার ছোট৷
সম্প্রতি নাগপুর গিয়ে তাঁর উচ্চতা পরিমাপ করার পরই তাঁকে এই স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ৷ গিনেস বিচারক রব মলয় বলেন, ‘‘শুধুমাত্র উচ্চতাই নয় বরং আরো বিভিন্ন দিকেও লক্ষ্য রাখার ক্ষেত্রে আমরা উৎসাহ পেয়েছি জ্যোতির কাছ থেকে৷'' আরো মজার বিষয় হলো, জ্যোতি আমগের এটিই প্রথম বিশ্ব রেকর্ড নয়৷ বরং তিনি গত শুক্রবার পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট টিনএজার হিসেবে রেকর্ডধারী ছিলেন৷ তবে ১৮ বছরে পা দেওয়ার পর তিনি নতুন রেকর্ড গড়লেন৷ গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই বছরে আমগের উচ্চতা বেড়েছে এক সেন্টিমিটারেরও কম৷ আর বিশ্ব রেকর্ডধারী টিনএজার হিসেবে ইতিমধ্যে তিনি বেশ কয়েকবার জাপান এবং ইটালি ঘুরে এসেছেন গিনেস কর্তৃপক্ষের উদ্যোগে৷
আমগের ১৮তম জন্মদিনে গিনেস কর্তৃপক্ষ তাঁর হাতে তুলে দিয়েছেন বিশ্ব রেকর্ডের স্বীকৃতির পদক৷ জন্মদিনে উপহার পাওয়া চমৎকার একটি শাড়ি পরেছিলেন আমগে৷ বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পাওয়ার পর আনন্দাশ্রু দেখা গেছে আমগের চোখে৷ তিনি জানান, এতোটা ছোট হওয়ায় এবং তার স্বীকৃতি পাওয়ায় তিনি কৃতজ্ঞ৷
তিনি বলেন, ‘‘আমি নাগপুরকে পৃথিবীর মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে তুলে ধরতে পেরেছি৷ এখন মানুষ জানবে কোথায় এই শহরটি৷'' এ বছরই বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যাচ্ছেন আমগে৷ তাই তাঁর ইচ্ছা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন৷ এছাড়া ভবিষ্যতে বলিউডের অভিনয় শিল্পী হিসেবে খ্যাতি কুড়াতে চান জ্যোতি আমগে৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম