1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা সিটি কর্পোরেশনকে দু’ভাগ করার বিল পাশ

৩০ নভেম্বর ২০১১

ঢাকা মহানগরকে দুই ভাগ করার ঢাকা সিটি কর্পোরেশন বিল ২০১১ জাতীয় সংসদে পাশ হয়েছে৷ সরকার দু’একদিনের মধ্যেই দু’জন প্রশাসক নিয়োগ করবে৷

https://p.dw.com/p/13J3T
ঢাকা শহর -ফাইল ফটোছবি: picture-alliance/dpa

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন, নাগরিকদের বেশি সুযোগ সুবিধা দেয়ার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে দু'ভাগ করা হয়েছে৷ আর বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, ঢাকাকে অখণ্ড রাখতে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে৷

ঢাকা সিটি কর্পোরেশনকে দু'ভাগ করা সংক্রান্ত সংসদীয় কমিটির রিপোর্ট সংসদে পেশ করা হয় সোমবার৷ মঙ্গলবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম৷ বিরোধী দল বিহীন জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাশ হয়ে যায়৷

এই বিল পাশ হওয়ায় ঢাকা সিটি কর্পোরেশন এখন উত্তর এবং দক্ষিণ নামে দু'টি সিটি কর্পোরেশনে পরিণত হল৷ বর্তমান মেয়র এবং কাউন্সিলররা তাদের পদ হারাবেন৷ নির্বাচন হবে ৯০ দিনের মধ্যে৷ নির্বাচনে সেনা মোতায়েন করা হবেনা৷এই সময়য়ের জন্য সরকার দুই জন প্রশাসক নিয়োগ করবে৷ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গির কবির নানক জানিয়েছেন, দু'একদিনের মধ্যে প্রশাসক নিয়োগ করা হবে৷

এদিকে ঢাকা সিটি কর্পোরেশনকে ভেঙে দু'ভাগ করার তীব্র প্রতিবাদ করেছেন বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকা৷ তিনি এক প্রতিবাদ সমাবেশে বলেছেন, ঢাকাকে অখণ্ড রাখতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে৷

আর ক্ষমতাসীনন আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন দু'ভাগ করার এই সিদ্ধান্ত সঠিক হয়নি৷

গত ৩১শে অক্টোবর মন্ত্রীসভা ঢাকাকে দুভাগ করার সিদ্ধান্ত অনুমোদন করে৷ এখন সংসদে বিল পাশ হবার পর তা আইনে পরিণত হল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য