1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

হারুন উর রশাদ স্বপন, ঢাকা৫ মে ২০১৩

তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নিয়ে সরকার উদ্বিগ্ন নয়, বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ৷

https://p.dw.com/p/18SIy
ছবি: Reuters

তিনি বলেন সরকার পরিস্থিতি মোকাবেলায় সক্ষম৷ সব কিছু মোকাবেলা করা হবে সংবিধান ও আইনি পদক্ষেপের মাধ্যমে৷

শনিবার বিকেলে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে বিরোধী ১৮ দলের মহাসামাবেশে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৪৮ ঘণ্টার মধ্যে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে বলেন৷ তিনি বলেন, ‘‘সংলাপের নামে নাটক না করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন৷''

এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ডয়চে ভেলেকে বলেন, কোনো আল্টিমেটাম দিয়ে কাজ হবেনা৷ অনির্বাচিত কোনো ব্যক্তিদের দিয়ে নির্বাচনকালীন সরকার হবেনা৷ তিনি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার সরকারের অবস্থান পরিষ্কার করেছেন৷ তিনি বলেছেন সব দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তী সরকার হতে পারে৷ কিন্তু অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবেনা৷ বর্তমান সরকার সংবিধানের বাইরে কোনো কাজ করবেনা৷ সরকার আগামী নির্বাচন নিয়ে সংলাপের প্রস্তাব দিয়েছে৷ সেই সংলাপে নির্বাচন কিভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষ করা যায় তা নিয়ে আলোচনা হবে৷ আর সে আলোচনা হবে সংবিধানের মধ্যে থেকেই৷ খালেদা জিয়া যদি সেই সংলাপের প্রস্তাবকে নাটক মনে করেন তাহলে এটা আবারো প্রমাণিত হলো যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নয়, তাঁর উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা, মন্তব্য হানিফের৷

Dhaka Protest gegen Blogger
‘হেফাজতের অবরোধ নিয়ে সরকার উদ্বিগ্ন নয়’ছবি: Reuters

এদিকে রোববার সকাল থেকে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত চলবে৷ ইসলাম এবং ইমান রক্ষায় ১৩ দফা দাবি আদায়ের ঢাকা অবরোধে ঢাকার ৬টি প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থানের কথা জানান হেফাজতের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরি৷ তিনি বলেন এই অবরোধে ঢাকা অচল হয়ে পড়বে৷ আর অবরোধ চলাকালে ঢাকায় সমাবেশের কর্মসূচিও আছে৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন৷ অবরোধ চলাকালে যানবাহন বন্ধ রাখার আহ্বান জানান তিনি৷ অবরোধ সফল করতে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমেদ শফী৷

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, হেফাজতের অবরোধ শান্তিপূর্ণ হলে তাদের কোনো কথা নেই৷ তবে তা যদি সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন এবং চলাফেরা বাধাগ্রস্ত করে তাহলে তারা আইনগত ব্যবস্থা নেবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য