বিশ্ব উষ্ণায়নের প্রভাব
১৯ জুন ২০১৩গ্রিন হাউসের প্রভাবে বাড়ছে বিশ্ব উষ্ণায়ন৷ এর প্রত্যক্ষ প্রভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে৷ এই জলস্তর বাড়ার মাত্রা যদি এক মিটারের মতো হয়, তাহলে ভারতীয় উপ-মহাদেশের উপকূলবর্তী প্রায় ১৪ হাজার বর্গকিলোমিটার এলাকা সমুদ্রের জলে ডুবে যাবার আশঙ্কা রয়েছে৷ ড. এম. জাফরুল ইসলামের নেতৃত্বে একদল পরিবেশ বিজ্ঞানীদের বিশেষ সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে একথা৷ এজন্য তাঁরা দায়ী করেছেন জলবায়ু পরিবর্তনকে৷
সমুদ্রের জলস্তর যদি বেড়ে যায় ছয় মিটারের মতো, তাহলে ডুবে যাবে সাড়ে ৬০ হাজার বর্গ কিলোমিটার এলাকা৷ সমুদ্রের জলস্তর বেড়ে যাবার কারণ সমুদ্রের তাপমাত্রা বাড়া, হিমবাহের বরফ গলা এবং বরফের ধস নামা৷ রিপোর্টে সতর্ক করে দেয়া হয়েছে যে, এক মিটার জলস্তর বাড়লে ভারতের ৪৮টি ইকো-অঞ্চলের মধ্যে বিপন্ন হবে ১৮টি৷ যার মধ্যে থাকছে কৃষ্ণা-গোদাবরি বাদাবনের এক-চতুর্থাংশ৷ হারিয়ে যাবে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা সুন্দরবনের অর্ধেক এবং গুজরাটের নোনা জলের রান অব কচ্ছের অর্ধেক৷ জলস্তর যদি ছয় মিটার বাড়ে তবে ডুবে যাবার আশঙ্কা থাকবে ২৭টি ইকো-অঞ্চলের৷
সমুদ্রের জলস্তর এক মিটার বাড়লে তার ক্ষয়ক্ষতির পরিমাণ এখানেই থেমে থাকেনি৷ ডুবে যাবে সাতটি সংরক্ষিত এলাকা৷ যার মধ্যে আছে, ওড়িষার ভিতর কণিকা, চিল্কা লেক, পয়েন্ট কয়ালিমেয়ার দ্বীপ, ইন্টারভিউ দ্বীপ, লোথিয়ান দ্বীপ এবং পশ্চিমবঙ্গের সজনেখালি৷ এই বিপর্যয়ে হারিয়ে যাবে সেই সব শত শত বিরল প্রজাতির উদ্ভিদ যারা বেঁচে থাকে নীচু উপকূলের ইকো-সিস্টেমের ওপর৷ বিপন্ন হয়ে পড়বে বঙ্গোপসাগর এবং আরব সাগর উপকূল এলাকার সংরক্ষিত এবং অসংরক্ষিত জৈব বৈচিত্র্য৷
সমুদ্রের জলস্তর বাড়তে থাকলে যেসব দেশের বিপদ সবথেকে বেশি, তার শীর্ষে আছে ভৌগলিক দিক থেকে নীচু ভূখণ্ড বাংলাদেশ৷ সবথেকে ঝুঁকির মুখে ঢাকা শহর৷ বিশ্ব ব্যাংকের মতে, জলস্তর ১৪ সেন্টিমিটার বাড়লে দু'কোটি মানুষ বিপদাপন্ন হবে যারা বাস করে ৭০০ কিলোমিটার দীর্ঘ নীচু উপকূল এলাকায়৷ জলবায়ু পরিবর্তনের অভিঘাত রুখতে বাংলাদেশ সরকার ৪৭ কোটি ডলারের দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে, যার একটি উপকূলবর্তী এলাকায় ঘন বনভূমি গড়ে তোলা৷
বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ, জীবাশ্ম জ্বালানি পোড়ালে উৎপন্ন হয় কার্বন-ডাই-অক্সাইড, তা থেকে গ্রিন হাউস গ্যাস৷ গ্রিন হাউস গ্যাসে বেড়ে যায় ভূপৃষ্ঠের তাপমাত্রা৷