1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্প

৭ ফেব্রুয়ারি ২০১৮

তাইওয়ানের জনপ্রিয় পর্যটন শহর হুয়ালিয়েনে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে৷ এখন পর্যন্ত চার জনের মৃত্যূর খবর পাওয়া গেছে৷ উদ্ধারকর্মীরা নিখোঁজ ১৪০ জনের খোঁজ করছেন৷ আহত হয়েছে ২২৫ জন৷

https://p.dw.com/p/2sE9Q
Taiwan Erdbeben
ছবি: picture-alliance/dpa/kyodo

মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে আঘাত হানে ভূমিকম্পটি৷ এর উৎপত্তি স্থল শহর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তর-পূর্বে৷ সবশেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৪০ জন নিখোঁজ বলে জানা গেছে৷ অনেক ভবন ধসে পড়েছে, বিপজ্জনক অবস্থায় হেলে পড়েছে বেশ কয়েকটি ভবন৷ তাই নিখোঁজরা ভবনের নীচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে৷ এ পর্যন্ত ১১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ আহত ২২৫ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক৷

অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নেই পানি সরবরাহ৷ আশ্রয়কেন্দ্রে ৮৩০ জন মানুষ আশ্রয় নিয়েছেন৷ প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন উদ্ধারকাজ পরিদর্শন করেছেন৷ আগামী দুই সপ্তাহে আরো কয়েকটি আফটারশকের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷

6.4 magnitude earthquake rocks Taiwan

 

হুয়ালিয়েনে অন্তত এক লাখ মানুষের বাস৷ এটি তাইওয়ানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র৷ স্থানটি সুপরিচিত তারোকো জর্জ ন্যাশনাল পার্কের বেশ কাছে৷ দু'দিন আগেও দু' দু'বার সেখানে ভূমিকম্প আঘাত হেনেছিল৷ তবে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে৷ ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের আঘাতে ১১৭ জন মানুষ প্রাণ হারায়৷ ১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিল, যেটি ছিল দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য