তুর্কি সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ' ঘোষণা
১০ জুন ২০১৬মঙ্গলবার ইস্তানবুলে এক গাড়িবোমা হামলায় ১১ জন নিহত ও ৩৬ জন আহত হয়৷ সকালের ব্যস্ত সময়ে হামলাটি মূলত একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে চালানো হয়েছিল৷ তুরস্ক সরকারের পক্ষ থেকে তারপরই বলা হয়েছিল হামলার পেছনে যে কুর্দিদের ‘সন্ত্রাসী' সংগঠন পিকেকে জড়িত এ বিষয়ে তারা নিশ্চিত৷
শুক্রবার নিজেদের ওয়েবসাইটে কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকন হামলার দায়িত্ব স্বীকার করে৷ এক বিবৃতিতে তারা পর্যটকদের সতর্ক করে দিয়ে বলেছে, ‘‘আপনারা আমাদের টার্গেট নন, তবে তুরস্ক আর নিরাপদ কোনো দেশ নয়৷ আমরা সবেমাত্র একটা যুদ্ধ শুরু করলাম৷''
কুর্দিদের সংগঠন পিকেকে-রই অনুসারী কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকন৷ তুরস্ক এবং তার মিত্র দেশগুলো মনে করে, পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন৷
গত কয়েকমাসে তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সহিংসতা বেড়েছে৷ তুর্কি সরকার এবং পিকেকে-র মধ্যে আড়াই বছর আগে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল তা অকার্যকার হয়ে পড়েছে৷ নিয়মিত বিরতিতেই চলছে হামলা-পাল্টা হামলা৷
মঙ্গলবারের গাড়িবোমা হামলার একদিন পরই মিদায়াত শহরে পুলিশের গাড়ির ওপর চালানো আত্মঘাতী বোমা হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়৷ বৃহস্পতিবার পিকেকে জানায়, ওই হামলায় তাদেরই এক সহযোদ্ধা অংশ নিয়েছে৷
সাম্প্রতিক সময়ে পিকেকে-র পাশাপাশি কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকনও কয়েকটি হামলা চালিয়েছে৷ কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকন ‘টিএকে' নামেও পরিচিত৷
এসিবি/ডিজি (এপি, এএফপি)