1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুর্কি সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ' ঘোষণা

১০ জুন ২০১৬

ইস্তানবুলে গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিদের জঙ্গি সংগঠন কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকন৷ পাশাপাশি সংগঠনটি আরো জানিয়েছে, এই হামলাই শেষ নয়, বরং তুর্কি সরকারের বিরুদ্ধে তাদের যুদ্ধ কেবল শুরু হলো৷

https://p.dw.com/p/1J4Gb
Screenshot TAK Freiheits Falken Kurdistans
ছবি: teyrebazenkurdistan.com

মঙ্গলবার ইস্তানবুলে এক গাড়িবোমা হামলায় ১১ জন নিহত ও ৩৬ জন আহত হয়৷ সকালের ব্যস্ত সময়ে হামলাটি মূলত একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে চালানো হয়েছিল৷ তুরস্ক সরকারের পক্ষ থেকে তারপরই বলা হয়েছিল হামলার পেছনে যে কুর্দিদের ‘সন্ত্রাসী' সংগঠন পিকেকে জড়িত এ বিষয়ে তারা নিশ্চিত৷

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকন হামলার দায়িত্ব স্বীকার করে৷ এক বিবৃতিতে তারা পর্যটকদের সতর্ক করে দিয়ে বলেছে, ‘‘আপনারা আমাদের টার্গেট নন, তবে তুরস্ক আর নিরাপদ কোনো দেশ নয়৷ আমরা সবেমাত্র একটা যুদ্ধ শুরু করলাম৷''

কুর্দিদের সংগঠন পিকেকে-রই অনুসারী কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকন৷ তুরস্ক এবং তার মিত্র দেশগুলো মনে করে, পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন৷

Istanbul bomb attack kills 11

গত কয়েকমাসে তুরস্কের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সহিংসতা বেড়েছে৷ তুর্কি সরকার এবং পিকেকে-র মধ্যে আড়াই বছর আগে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল তা অকার্যকার হয়ে পড়েছে৷ নিয়মিত বিরতিতেই চলছে হামলা-পাল্টা হামলা৷

মঙ্গলবারের গাড়িবোমা হামলার একদিন পরই মিদায়াত শহরে পুলিশের গাড়ির ওপর চালানো আত্মঘাতী বোমা হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়৷ বৃহস্পতিবার পিকেকে জানায়, ওই হামলায় তাদেরই এক সহযোদ্ধা অংশ নিয়েছে৷

সাম্প্রতিক সময়ে পিকেকে-র পাশাপাশি কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকনও কয়েকটি হামলা চালিয়েছে৷ কুর্দিস্তান ফ্রিডম ফ্যালকন ‘টিএকে' নামেও পরিচিত৷

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য