দক্ষ জনবল আনতে নতুন পদ্ধতি চালু করছে জার্মানি
২৪ অক্টোবর ২০১০রোববার প্রকাশিত জার্মানির বিল্ড পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এই নতুন পদ্ধতির কথা জানিয়েছেন জার্মান শ্রমমন্ত্রী উরসুলা ফন ডের লেয়েন৷ তবে এই নতুন পদ্ধতির বিস্তারিত বিবরণ জানা যায়নি৷ গণহারে বিদেশি জনবল না এনে সুনির্দিষ্টভাবে জনবর আমদানির পক্ষে মত দিয়েছেন জার্মান মন্ত্রী৷ এই ব্যাপারে তিনি বলেন, আমাদের এমন জনবল দরকার যারা আমাদের কাজে লাগবে৷ আমরা আগামী তিন বছর খতিয়ে দেখবো যে কোন কোন জায়গায় আমাদের দক্ষ লোক প্রয়োজন৷ এজন্য শ্রম বিভাগ, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি মনিটরিং পদ্ধতি আমরা চালু করতে যাচ্ছি৷ উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই জার্মানিতে বিদেশি অভিবাসীদের নিয়ে বিতর্ক চলছে৷ জার্মান সমাজে এসব বিদেশিরা কতটুকু খাপ খাইয়ে চলছে তা নিয়ে সেদেশের রক্ষণশীলদের বেশ মাথা ঘামাতে দেখা যায়৷ সম্প্রতি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও স্বীকার করেছেন যে বহুসাংস্কৃতিক সমাজ গঠনের যে প্রচেষ্টা ছিল তাদের সেটি ব্যর্থ হয়েছে৷ তবে এরপরও বিদেশি দক্ষ জনবলের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন ম্যার্কেল নিজেই৷
উল্লেখ্য, জার্মানির বর্তমান জোট সরকারের অন্যতম শরিক দল এফডিপি আহ্বান জানিয়েছিল ক্যানাডা এবং ব্রিটেনের মত পয়েন্ট ভিত্তিতে দক্ষ জনবল আমদানির জন্য৷ এই নিয়মে আবেদনকারীর শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা, বয়স এবং জার্মান ভাষার জ্ঞানের ওপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হবে৷ অন্যদিকে ক্ষমতাসীন দল সিডিউইর ব্যাভারিয়ার সঙ্গী সিএসইউ বিদেশী জনবল আনার বিরোধী৷ তবে জার্মান মন্ত্রী উরসুলা ফন ডের লেয়েন বিদেশি শ্রমিক আনার পক্ষে৷ একই সঙ্গে তিনি মনে করেন কেবল পয়েন্ট ভিত্তিতে জনবল আমদানি করলেই হবে না৷ তিনি বলেন, আমাদের সবই করতে হবে৷ একদিকে আমাদের বেকারদের যোগ্যতা বাড়াতে হবে কিন্তু এর মাধ্যমে আমাদের শ্রম বাজারে যে ঘাটতি রয়েছে সেটা মেটানো সম্ভব না৷ এইজন্য আমাদের এমন বিদেশি জনবল প্রয়োজন যারা অন্যান্য কাজও করতে পারবে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সাগর সরওয়ার