1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিভিউ বিতর্ক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ সেপ্টেম্বর ২০১৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ রিভিউ নিষ্পত্তির আগে কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছেন৷ তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন, মানবতাবিরোধী আন্তর্জাতিক আইনে এই সুযোগ নেই৷

https://p.dw.com/p/19oSZ
Abdul Quader Molla, 64, the fourth-highest ranked leader of the Jamaat-e-Islami party, gestures at the central jail in Dhaka on February 5, 2013. A Bangladeshi court sentenced a senior Islamist opposition official to life in prison Tuesday for mass murder and crimes against humanity during the 1971 liberation war against Pakistan. AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)
ছবি: Strdel/AFP/Getty Images

যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপি স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের কথা বলে আসলেও এর আগ পর্যন্ত বিচারের রায়ের ওপর কোন প্রতিক্রিয়া জানায়নি৷ তবে বুধবার বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ কাদের মোল্লার মৃত্যুদণ্ড রিভিউয়ের আগে কার্যকর করা না করা নিয়ে মন্তব্য করেন৷ তিনি বলেন, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় নিয়ে রিভিউ আবেদন করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে৷

তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলনে তাঁর লিখিত বক্তব্যে বলেন, এই রায় দুই কারণে নজীরবিহীন৷ কাদের মোল্লাকে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর আইন সংশোধন করে রাষ্ট্রপক্ষ আপিলের সুযোগ পায়৷ আর নিম্ন আদালতের যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে উচ্চ আদালতের মত্যুদণ্ডাদেশ৷ তিনি আরো বলেন, এই বিচার প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়েছে বলে তিনি মনে করেন না৷ তাই তিনি কাদের মোল্লাকে রিভিউয়ের সুযোগ দেয়ার কথা বলেন এবং রিভিউ নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ড কার্যকর করার বিরোধিতা করেন৷

তবে এর জবাবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান ডয়চে ভেলেকে বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ কারণ তাঁর বিচার প্রচলিত আইনে হয়নি৷ ১৯৭৩ সালের মানবতা বিরোধী আন্তর্জাতিক আইনের অধীনে হয়েছে৷ তিনি মনে করেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলেই কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর করা যাবে৷ রায়ের কপি প্রথমে ট্রাইব্যুনালে যাবে৷ সেখান থেকে যাবে কারাগারে৷ এর পর কারা কর্তৃপক্ষ রায় কার্যকর করার উদ্যোগ নেবে৷

সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, এই বিচারে কোনো আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে বলে তিনি মনে করেন না৷ একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার প্রচলিত আইনে সম্ভব ছিলনা৷ পৃথিবীর কোন দেশে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রচলিত আইনে হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য