ফাঁসির রায় পেয়েছি,শান্তিতে ঘুমাও
১৭ সেপ্টেম্বর ২০১৩আমার ব্লগ খবরটি জানিয়েছে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে৷ সেখানে লেখা হয়েছে, ‘‘জামাত-শিবির এবং যুদ্ধাপরাধের বিচারে জনমত গঠনকারী শীর্ষ অন-লাইন ব্লগ আমারব্লগ-কে বাংলাদেশের কিছু কিছু আইআইজি থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত সংবাদ পাওয়া গিয়েছে৷ গত ৬ মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আমারব্লগ বন্ধ করা হলো৷ আমারব্লগ কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ নিষেধাজ্ঞার বিষয়ে কোনো সরকারি কিংবা আনুষ্ঠানিক চিঠি পায়নি৷''
আমারব্লগ কর্তৃপক্ষ এ পদক্ষেপকে ‘বেআইনি' আখ্যা দিয়ে ‘তীব্র প্রতিবাদ' জানিয়ে লিখেছে, ‘‘এ ধরনের বেআইনি নিষেধাজ্ঞা জামাত-শিবিরের হাত শক্তিশালী করবে৷....আমারব্লগ কর্তৃপক্ষ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ব্লগারদের সাংবিধানিক বাকস্বাধীনতার কাছে দায়বদ্ধ৷ সেই দায় পূরণে আমারব্লগ কোনো অন্যায় আবদারের কাছে মাথা নত করবে না৷ সাংবিধানিক বাকস্বাধীনতার কাছে দায়বদ্ধ আমারব্লগ প্রত্যাশা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বেআইনি নিষেধাজ্ঞা অতি সত্বর বাতিল করবেন এবং জামাত শিবিরের বিরুদ্ধে জনমত গঠন করতে সাহায্য করবেন৷''
প্রেস বিজ্ঞপ্তি প্রচারের আগে কাদের মোল্লাকে নিয়ে আমারব্লগে একটি পোস্ট লিখেছেন এ হুসাইন মিন্টু৷ সেখানে ‘ফিরে দেখা, মুক্তিযুদ্ধ চলাকালে কসাই কাদেরের কুকীর্তি ও কিছু হত্যার ঘটনা' শিরোনামে একাত্তরে জামায়াত নেতার যুদ্ধাপরাধের বর্ণনা দিয়েছেন তিনি৷
সামহোয়্যারইন ব্লগে কাদের মোল্লার রায় নিয়ে বেশ কিছু লেখা ছাপা হয়েছে৷ অধিকাংশই ছদ্মনামে৷ পরিচয় গোপন করে যাঁরা লিখেছেন তাঁদের মধ্যে কেউ কেউ ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াত-শিবির যে হরতাল-বিক্ষোভ শুরু করেছে তার শেষ কোথায় জানতে চেয়েছেন৷ মুসা ইসলাম জানতে চেয়েছেন, ‘কাদের মোল্লার রায় নিয়ে রিভিউ বিতর্ক, কার কথা সঠিক?' মঙ্গলবার আব্দুল কাদের মোল্লার আইনজীবী জানান, আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনার জন্য আবেদন করা হবে৷ তবে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, এ রায় পর্যালোচনার কোনো সুযোগ নেই৷
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ব্লগার আরিফ জেবতিক লিখেছেন, ‘‘তখনও শাহবাগে মানুষের ভিড় হয়নি৷ প্রায় ফাঁকা শাহবাগের রাস্তায় বসে একটা ছেলে মনোযোগ দিয়ে পোস্টারে লিখছে – ‘এই পথে আজ জীবন দেব/রক্তের বদলা ফাঁসি নেব৷' – এই ছেলেটির নাম দীপ৷''
‘‘সিলেটের শহীদ মিনারে তখনও ভিড় বাড়েনি৷ এলাকা থেকে একটা বিশাল মিছিল নিয়ে অনেক বড় একটা জাতীয় পতাকা শক্ত হাতে ধরে এগিয়ে আসছে এক যুবক – তাঁর নাম জগৎ জ্যোতি৷''
‘‘পেছনে ঘাতকের দলের নিঃশব্দ পা ফেলা, অন্ধ সন্ধ্যায় একাকী বাড়ি ফিরছে – রাজীব হায়দার৷''
‘‘'ফাঁসি চাই' স্লোগান দিতে দিতে হৃৎপিণ্ড থমকে যাচ্ছে এক তরুণের – তাঁর নাম তরিকুল ইসলাম শান্ত৷
শিবিরের তাণ্ডব রুখতে একাই সামনে এগিয়েছেন অগ্রণী ব্যাংকের লিফটম্যান-জাফর মুন্সি৷''
আরিফ জেবতিক ছোট্ট এ লেখা শেষ করেছেন দুটি বাক্যে, ‘‘আমরা ফাঁসির রায় পেয়েছি৷
এখন একটু শান্তিতে ঘুমাও ভাইয়েরা আমার৷''
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার দীপ, জগৎ জ্যোতি, তরিকুল ইসলাম শান্ত এবং লিফটম্যান জাফর মুন্সি গত কয়েক মাসের মধ্যেই মারা গেছেন৷ প্রত্যেকটি হত্যাকাণ্ডে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ ব্লগার আহমেদ রাজীব হায়দারকে ইসলামের জন্য অবমাননাকর লেখালেখির অভিযোগে কুপিয়ে হত্যা করা হয়৷
সংকলন : আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা : সঞ্জীব বর্মন