দিল্লিতে আবার আগুন, মৃত ৯
২৩ ডিসেম্বর ২০১৯একতলায় ছিল কাপড়ের গুদাম৷ ওপরের তিনটি তলায় লোকেরা থাকতেন৷ কিরারির এরকম একটি বাড়িতে রাত সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে৷ প্রথমিক ভাবে জানা গিয়েছে চারতলায় সিলিন্ডার ফেটে আগুন লাগে৷ বাড়ির কিছু অংশ ধ্বসেও যায়৷ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ দমকলের আটটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্ত্বে আনে৷ তারা তিনজনকে আগুনের গ্রাস থেকে রক্ষা করতে পারলেও ন-জনকে বাঁচানো যায়নি৷ তার মধ্যে তিনজন শিশু৷
গত ৮ ডিসেম্বর পুরনো দিল্লিতে আগুনে মারা গিয়েছিলেন ৪৩ জন৷ তার পনেরো দিনের মাথায় কিরারিতে আবার এ ধরনের ঘটনা ঘটল৷ দমকল কর্মীরা জানিয়েছেন, সাড়ে তিনটে নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে৷ তার মধ্যে পূজা ও তাঁর দুই মেয়ে আরাধ্যা ও সোম্যাকে বাঁচানো সম্ভব হয়েছে৷ বাড়ির মালিক অমরনাথ ঝা হরিদ্বারে ছিলেন বলে বেঁচে গিয়েছেন৷ কিন্তু ছ-মাসের বাচ্চা সহ ন-জনকে বাঁচানো সম্ভব হয়নি৷ বাড়িতে অগ্নি নির্বাপক কোনও ব্যবস্থা ছিল না৷
দিল্লিতে একের পর এক এই ধরনের অগ্নিকাণ্ড ও তাতে প্রচুর লোকের মৃত্যু হওয়া সত্ত্বেও সরকার বা সাধারণ লোকের তরফে কোনও সচেতনতা দেখা যাচ্ছে না৷ খুব কম বাড়িতেই আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা আছে৷ যখন আগুন লাগে, তখন কিছুটা হইচই হয়, তারপর আগের অবস্থাই চলতে থাকে৷
জিএইচ/এসজি(ইকনমিক টাইমস, এনডিটিভি)